Tuesday, December 18, 2018

নির্যাতিত

নির্যাতিত
.......ঋষি
===================================================
এ এক নির্যাতক রাত
জন্মের ক্যামেরার লেন্সে ধরা পরে জন্মের মুহূর্ত
অনন্ত কোনো জন্ম  নিষ্প্রভ কান্না।
সে যেন বাইচুং ভুটিয়ার পায়ে অসামান্য ড্রিবলিং
অন্তর্ভুক্ত হয়ে যাস তুই
আর আমি না হয় ক্রস ফায়ারে আকাশের চাঁদে।
.
ফেনা শুকিয়ে অস্থি-নুন পড়ে থাকে
নুন গড়িয়ে নামে সময়ের ঘামে।
ঢেউ মিশে আছে
একটা আস্ত সমুদ্র, অথবা একটা মহাসাগরই বটে ।
মহাসংক্রমণের  হাসি,
হত্যা মহা পাপ ,অথচ আমি দৈনন্দিন নিহত অনন্ত যাত্রায়।
চকোলেটের  পুতুলের মতো মহাসাগরে গলে যেতে যেতে মনে হয়
সমুদ্রের লোনা  ঝাউবনের গন্ধ উষ্ণতায়।
নেমে আসছে আচ্ছন্ন ঘাম
বুকের কাপড়ে সুর্য আঁটোসাটো অন্তর্বাসের পালিত প্রসন্নতা। 
চামড়ার গঠনে চোখের রূপ  খুব গভীরে
বলতে ইচ্ছে করে এমন করে তাকাস না রাক্ষসী।
.
এ এক নির্যাতক রাত
বুকের স্যাকারিন বাড়তে থাকা সুগার লেভেল মধ্যস্থতায়।
 কফিমগের তলদেশে চামচের বেগ
ধোঁয়া ওঠে শরীর ,রোমকূপে লেগে থাকে প্রকট উচাটন।
অন্তর্ভুক্ত হয়ে যাস তুই
জড় আমি হঠাৎ উঠে বসি মাঝরাতে হাতড়ানো কালোতে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...