Saturday, December 8, 2018

শৈল শোক


শৈল শোক
................. ঋষি
==================================================
বুক ফুঁড়ে জল উঠছে অতল থেকে
তুমি বালতি ভরছো তোমার সাজানো বাগান সাজাবে বলে।
হাতের সাথে হাত আটকে বলছো
ভালোবাসা এমন হয়।
সবুজ পাতারা জানে শুকিয়ে যাওয়ার মানে
অথচ তুমি কত সহজে সবুজ সাজে।
.
শীতের সময়
বাতাসের রুক্ষতায় কোনো শৈল শহরের শোক ছুঁয়ে আছে।
তুমি টিলার উপর সেই মেয়ে
যে আমার বুকে পা দিয়ে শৈল শহরের সূর্যের সুখ নিচ্ছো।
সুখ গড়িয়ে নামছে আমার বুকে
আরো বরফ জমুক ,আরো শীতল হোক আমার শহর।
অ্যানাস্থেশিয়া ভেসে যায় বুদবুদে
দূরে দেখা সূর্যটা তোমার চোখে বেশ একটা উষ্ণতা।
অথচ নির্জন ফায়ারপ্লেসে আমার শব্দরা পুড়ছে
পুড়ছে একটা চেনা মুখ।
বুকের পোড়া ঘাসগুলো চিনিয়ে দিচ্ছে দূর,বহু দূর
কোন রূপলী শৈল শোক।
.
বুক ফুঁড়ে জল উঠছে অতল গভীর
তুমি সেই গভীরতায় মুখ রাখো ,তোমার ঠোঁটে কফি কাপ।
ঠোঁটের সাথে উষ্ণতা ছুঁয়ে যায়
আসলে ভালোবাসলে এমন হয়।
শুকিয়ে যাওয়া সময় জানে তৃষ্ণার্ত বুকের কথকতা
অথচ তুমি কত সবুজ চিরকাল ,সেই মেয়ে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...