কলকাতা উনিশ
........ ঋষি
===============================================
অনন্ত নিয়ে কি ভাবছো এখন ?
...................... সদ্য ঘুম ভাঙা সুখ কলকাতা উনিশে।
উনিশ। .... দেখতে দেখতে
পেরিয়ে আসা আনন্দ শহর রজঃস্বলা সম্বল।
কি ভাবছো সদ্য ঘুম থেকে বেরিয়ে আসা ক্যালেন্ডাররে সংখ্যা
নতুন শুরুর খবর। ...পৌনঃপুনিক।
.
এটা শব্দমুখর শহুরে কবিতা
প্যারফেক্ট ট্রেন্ডস বলছে সম্পর্কের শুরুতে মাধ্যাকর্ষণ আসক্তি।
নিঃসঙ্গতা নিয়ে তুমি কী ভাবছ আজকাল?
শহর বাড়ছে ,বাড়ছে কবিতায় আটকানো প্রেমিক মুখগুলো।
সংস্কৃতি চর্চায় বইমেলা গুটিয়ে গর্তে
আর প্রেম শুধু আজকাল বইয়ের পাতায় হাজারো শর্তে।
মানুষ বাড়ছে কলকাতা উনিশে
জনপ্রপাত নেমে আসছে পাহাড়ি ঢলে ,পদ্মার আদরে।
কলকাতা বাঁচতে ভুলছে
যেমন আমার বারন্দায় ম্যানিপ্ল্যান্ট আজ বিশাল বৃক্ষ।
লাল ,নীল ,সবুজ পার্টি সমাবেশ
হাওয়া বদল তবুও মৃত্যু নিয়মিক কলকাতা।
.
অনন্ত নিয়ে কি ভাবছো এখন ?
............................ সদ্য ঘুমিয়ে পড়া ঝলমলে রাজপথ।
আশা করি তুমি ভালো আছো
আমিও বেশ আঠারো পেরিয়ে আমার উপলব্ধি কলকাতায়।
আশা করি তোমার আগামী ক্যালেন্ডার অনন্ত হবে
আর নতুন খবর। ...পৌনঃপুনিক।
No comments:
Post a Comment