পাললিক
............ ঋষি
============================================
গম্ভীর পলি
চোখের অন্তরায় সা রে গা মা পা নির্ভেজাল।
ছেলেবেলা
দ্রাঘিমাতে ধরা পড়া পেন্সিল স্কেচে অস্বচ্ছ কিছু যৌবন।
সময় ফুরিয়ে যাওয়ার হিসেবে জটায়ুর ধারালো ছুরি
যেটা শুধু আমার।
.
ছারখার উদযাপন
শহরের রাস্তায় সান্তাক্লস এখন বড় বাজারি।
বাজারি সময়
শহর ঢুকে আছে শহরের ভিতর আলো জ্বালাবার প্রচেষ্টা
বড় কৃত্রিমতায়।
ঠিক এমন কথা ছিল না জোনাকি ধরার লোভে
পথ চলতি হারানো বেঁচে থাকা।
মৌলিক অঙ্গীকার
তোমার স্যান্ডেলে লেগে গঙ্গার মাটি আমি ছাড়া
দূরে ট্রেনের ভো
আমি ছাড়া আমার শহরে।
.
গম্ভীর পলি
শহরের নদীটা ক্রমশ জঞ্জাল পূর্ণ মানুষের জৈবিকতায়।
যৌবন
ক্যানভাসে ফুটে ওঠা অদৃশ্য প্রেমিকের ঠোঁট।
সময় ফুরিয়ে যাওয়ার হিসেবে প্রদোষ মিত্র
ছানবিন জীবনে।
No comments:
Post a Comment