Wednesday, December 19, 2018

মহাকাল


মহাকাল 
.......... ঋষি
==============================================
তেমন করে কেউ ডাকে নি আমায়
কেউ মনে করে নি কোনো অন্ধকারে হাতড়ানো বাতিস্তম্ভে।
তবু ত্রিনয়নে জেগে ওঠে মহাকাল
অকালবৃদ্ধ সময়ের ওপারে দাঁড়িয়ে মনে আসতে থাকে।
এলোপাথারি শিহরিত শীতঘুমে সমান্তরাল কোনো এক পৃথিবীতে
তুমিও তো আমার কথা ভাবছো।
.
চোয়ালে চোয়ালে  চাপা উদ্বেগ অনবরত ছুটে চলা প্রতিক্ষণ
আর অসহ্য পলকে ভেসে উঠছো তুমি।
নীলাভ কৈশোর...
হাতছানি খুঁজে পাওয়া প্রেমিকার  ঝাপসা মুখ...
জাদুবিন্দুতে এগিয়ে চলা  রক্তের ঝনঝন শব্দ।
গা ছমছম  করে ,অথচ তুমি নেই।
অথচ তোমার স্পর্শগুলো  আমায় ছুঁয়ে যেন ছেলেখেলা।
দূরে কোথাও মাদলের শব্দ ছড়িয়ে পরে
সবুজ প্রান্তরে ঘাসের উপর সব ঝরা এক ফোঁটা স্বপ্ন ।
তুমিও হাসছো …
অবিকল অবিকল আমার স্বপ্নের  মতো শিহরণে।
.
জংলী পথ
মাইলফলকে তোমার পায়ের ছাপ, তোমার যাতায়াতের নির্দেশিকা।
শুধু মাঝে মাঝে, দু একটি প্রথাগত হত্যার মতো
আমার একেকটা দিন শুধু তোমায় ভেবে মৃতপ্রায়।
এলোপাথাড়ি শীতল হাওয়া আমার বার্তা নিয়ে হয়তো তোমার শহরে
দরজা খুলে যায়। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...