Friday, December 21, 2018

আন্তরিক

আন্তরিক
............... ঋষি
=============================================
অনন্তর আরো আ4ন্তরিক হোক শীতের স্পর্শে
গ্লিসারিন লাগানো ত্বকের বর্ণনার আরো সাবলীল হোক।
সাবলীল হোক সত্যি
কপাল পোড়া  কোনো কাপালিকের কাহিনী।
নিশি যাপন
গল্প থেকে বেড়িয়ে আরো নিদ্রাহীন হোক।
.
সম্ভার
গান্ধর্ব প্রথায় তুলে নেবো তোমায়।
বুকে ধামসা মাদল , যামিনী রায় লুকোনো রঙের আদর
সমস্ত আমোদ রঙিন যখন।
তুমি বললে কবিতা বদলাও ,বদলাও প্রেমিকা
আমি প্রেমিক কবি শুধু প্রেমের জপমালা বুনি।
জানলার বাইরে লাগানো আইসক্রিমের গাড়ি
শীত উপছে  নামা বরফ ঠোঁট।
বনলতা,নীরা ,সুরঞ্জনা ,চলন্তিকা কেউ রাস্তা হাঁটে নি
হেঁটে গেছে কবির বুকে শতাব্দী।
কোন যুক্তিবাদ, কোন বুদ্ধের বাগান, উপাসনা
প্রাচীন দিকভ্রষ্ট নষ্ট উদযাপন।
.
অনন্তদের বলা দরজা খোলা আছে যুগ
তুমি চলে এসো সম্পর্ক হয়ে।
তোমার মতে তোমাকে ছোঁয়াটা আমার স্পর্ধায় আগুন
মুখ পুড়ে যায় ,শরীরে জ্বালা ,সময়ের চিতাকাঠ।
দিন যাপন
গল্পের ভূমিকায় তোমার আমার বাঁচা। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...