Wednesday, December 19, 2018

মুক্তি

মুক্তি
................ ঋষি
===================================================
দ্বাদশ শতাব্দীর কোনো সাহসী প্রেমিক প্রশ্ন তোলে
ভালোবাসা কি ?
উত্তরটা আকাশ বাতাস হাতড়াতে হাতড়াতে একরাশ ধোঁয়ার মতো
সময় আঁকড়ে জুলুজুলু চায়।
ভালোবাসা !
সময়ের অনুভবে বারংবার বদলানো শব্দ।
.
সে যুবক তার প্রেমিকার ঠোঁট আঁকড়ে বলে
ভালোবাসি। প্রশ্ন করে প্রেমিকাকে।
প্রেমিকা হাসে ,আর হাসে ,শেষে বলে এই যে তুমি ভালোবাসা।
ছেলেটা বুঝতে পারে না
কোনো মন্দিরে দাঁড়িয়ে ঈশ্বরের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে
উত্তরে ঈশ্বর পাথর হয়ে যায়।
বোরো বিরক্তিকর
সে সময়কে প্রশ্ন করে একই। কিন্তু উত্তর আসে না
শুধু সময়ের ফলাফলে উঠে আসে বিষ ,
ভালোবাসা সময়ের সুখ ,শরীরের সুখ ,বলতে সুখ।
ছেলেটা যন্ত্রনায় কুঁকড়ে ওঠে
আকাশের দিকে চায় ,কতো গভীর ,
কতো  পথ ছেলেটা একলাহাঁটে  ভালোবাসার মানে খুঁজতে।
.
সমস্ত শতাব্দীর ইতিহাস ঘেটে উঠে আসে
ভালোবাসার মৃত্যু গাঁথা।
কিন্তু কি ভালোবাসা ,আকর্ষণ,একসাথে থাকা ,দায়িত্ব ,বিশ্বাস
অজস্র শব্দ গুলিয়ে যায় মাথা।
জানলার গ্রিলে একটা পাখি এসে বসে ,ছেলেটা প্রশ্ন করে
পাখিটা উড়ে যায় , ছেলেটা হেসে ওঠে। মুক্তি !

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...