Saturday, December 8, 2018

খিদে


খিদে
...... ঋষি
==========================================
যে মানুষটাকে কাঁদতে নেই
যার লালা থেকে অপরাহ্নে শুধু অনবরত কোলাহল।
যার সারা শরীরে লুকোনো ক্ষতগুলো সাক্ষী
যা দৈনন্দিন প্রচারিত গুডমর্নিং রেডিও ফ্রীকোয়েন্সিতে।
শুধু তাদের জন্য এই প্রসারণ
শুনতে থাকুন ,সুস্থ থাকুন ,সদা সতর্ক থাকুন।
.
মানুষের খিদেতে লেগে থাকা অন্ধকার
আকাশের চাঁদে আঁকা জীবনানন্দ ক্রমশ ব্রাত্য এই শহরে
শুধু  তো কবিতাই  লিখতে চেয়েছিল লোকটা।
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা "
শুধু শব্দের প্রেমে পাগল লোকটা পরম যত্নে লিখতে চেয়েছিল প্রেম
নিঃশব্দে ঝরতে থাকা শিশির সকালের সবুজ ঘাসে।
অনুরোধ তারও ছিল
পাতারা ঝরে যেতে রাজি হচ্ছিল  না।
গড়িমসি করতে থাকা সবুজ স্পর্শরা কিছুতেই ছুঁতে পাচ্ছিল না
আর লোকটা ভালোবাসি লিখতে লিখতে মরেই গেলো।
মরেই গেলো সময়ের অসহ্য়  দাহে
"অতিদূর সমুদ্রের’পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা ”।
.
যে মানুষটাকে কাঁদতে নেই
তার  বুকের ঘামে লেগে আছে সময়ের কান্না।
যার হৃদয়ে লুকোনো শহরে শান্তি হাঁটতে চায় জাতকের হাত ধরে
যা দৈনন্দিন প্রচারিত মানুষের বাঁচতে চাওয়ায়।
শুধু তাদের জন্য এই প্রসারণ
বাঁচুন ,আরও বাঁচুন কারণ মৃত্যুর পর  জীবনানন্দ আর  লিখে যান নি। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...