Wednesday, December 12, 2018

ম্যাও (২)

ম্যাও (২)
.......... ঋষি 
===============================================
অন্ধকারে বসে মাছ ধরছি 
বছর ফেরত ক্যালেন্ডারের পাতায় স্যান্টাদাদু। 
মোমবাতি রকমারি ,নরম গরম কেক ,তোমার জিভেসর স্বাদ 
ক্রমশ সেন্সর বোর্ড উত্তপ্ত। 
তোমার শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে ,শুধু রক্ত 
এক গ্লাস আমার শরবত হতে পারতো। 
.
ইশ কি করে বলিস এমন 
একটা গোলপানা চাঁদ ,কচুরিপানার জলায় শীতের  শিশির
অন্ধকার মৈথুন। 
জোনাকির আলো আর সমস্ত ঝিঁঝি সমবেত গানের আবদার 
ক্লাসিক ওয়েস্টার্ন ,এক দু পেগে। 
ক্লিভেজে আঁকা ঢেউ তোলা সমুদ্র ,ভিজে যাচ্ছে তোর সাদা রং 
ক্রমশ লোমশ আদরে বিড়ালও ম্যাও বলছে। 
পাখি ঠোঁট রাখছে পাখির ঠোঁটে ,নখ ঘষছে বিড়াল 
আর উপেক্ষা করতে পারছে না,
ভিজে যাওয়া শীতের বিকেলে অন্যমনস্ক বায়ুস্কোপ।  
বিড়ালীর প্রেমের ডাক 
সঙ্গমে মাতোয়ারা ,মুখ ঘষে চলা তোর স্তন বৃন্তে 
দাঁতের দাগ ,
দুধ উঠলে পড়ছে। 
.
অন্ধকারে বসে মাছ ধরছি 
বছর ফেরত অপেক্ষা সুদিনের ,বড়দিনের ,যৌতুকে মোড়া শহর। 
মেমোরি গেম.রঙিন কার্ড ,চকোলেট ঠোঁটে আগামী শুয়ে 
সেন্সর বোর্ডে আবেদন রকমারি। 
তোমার শরীরে উত্তপ্ত ঘামে চটচটে নোনতা 
গড়িয়ে নামছে আমার বুকের  আগুনের পোড়া দাগে।  

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...