ফেরা
.......... ঋষি
===============================
অনেকে গেছে আরো অনেকে যাবে
স্মৃতির শহর থেকে ঘোড়ায় টানা ট্রাম আরো কতো
হারিয়ে যাবে।
একে একে আমি যাবো ,যাবে তুমি
বহুদূর কোথাও নদীর শব্দে বেঁচে ফিরবে আমাদের শহর
তবু ফেরা হবে না ,
কারণ ফিরতে চাইলেও ,ফেরা যাই না।
.
স্নেহশীল সম্পর্কের ভাঁজে লুকোনো তারারা
সারা আকাশ জুড়ে ব্যস্ততার ভিড় ,
নিজের গভীরে লুকিয়ে থাকা কিছু অতৃপ্তি
শহর জোড়া শকুনের চোখ,
সব ব্রাত্য তখন
আকাশের গভীর চোখে চোখ রেখে ভেসে যাবে সব
হারিয়ে যাবে সময় থেকে।
বাথরুমে শাওয়ারে ভেজা ব্যক্তিগত তোমাকে দেখিনি বহুদিন
নাগরিক আমি ,নিজস্ব ভঙ্গিমায়।
এখন সমুদ্র ভেঙে অজস্র খুচরো নদী,নদীর পারে অজস্র যাপন
তার মধ্যে কোনটি আমার আর কোনটি তোমার?
সব শুধু সাময়িক বেঁচে থাকার ভালোমন্দ
আসলে যাপনগুলো সব অভিমানী
কারণ শহরের গল্পগুলো সব ফিরতে চাওয়ার গল্প।
.......... ঋষি
===============================
অনেকে গেছে আরো অনেকে যাবে
স্মৃতির শহর থেকে ঘোড়ায় টানা ট্রাম আরো কতো
হারিয়ে যাবে।
একে একে আমি যাবো ,যাবে তুমি
বহুদূর কোথাও নদীর শব্দে বেঁচে ফিরবে আমাদের শহর
তবু ফেরা হবে না ,
কারণ ফিরতে চাইলেও ,ফেরা যাই না।
.
স্নেহশীল সম্পর্কের ভাঁজে লুকোনো তারারা
সারা আকাশ জুড়ে ব্যস্ততার ভিড় ,
নিজের গভীরে লুকিয়ে থাকা কিছু অতৃপ্তি
শহর জোড়া শকুনের চোখ,
সব ব্রাত্য তখন
আকাশের গভীর চোখে চোখ রেখে ভেসে যাবে সব
হারিয়ে যাবে সময় থেকে।
বাথরুমে শাওয়ারে ভেজা ব্যক্তিগত তোমাকে দেখিনি বহুদিন
নাগরিক আমি ,নিজস্ব ভঙ্গিমায়।
এখন সমুদ্র ভেঙে অজস্র খুচরো নদী,নদীর পারে অজস্র যাপন
তার মধ্যে কোনটি আমার আর কোনটি তোমার?
সব শুধু সাময়িক বেঁচে থাকার ভালোমন্দ
আসলে যাপনগুলো সব অভিমানী
কারণ শহরের গল্পগুলো সব ফিরতে চাওয়ার গল্প।
No comments:
Post a Comment