Tuesday, May 7, 2019

২৫ শে বৈশাখ



নিদ্রাছুট মানুষের মিছিল থেকে বেরিয়ে দেখি
পার করে ফেলেছি অনেকগুলো পাথর।
তবু আমি রুদ্রপ্রকট সভ্যতার মতো বলতে পারলাম কই
"আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, 
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥"
.
ভদ্রলোক চিরকালই এক অন্যগ্রহের মানুষ
যিনি  সহজে বলতে পারেন
" প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
 তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ॥"
অনিবার্য ভাবে মানুষ ফিরে যাবার পর
আত্মখননে উঠে আসা বিষন্নতা ,মেদুরতা ,প্রেম ,সর্বোপরি স্পর্শ
ভদ্রলোক চিরকালই স্পর্শ কাতর
আবার কোথাও উদ্দাম বৈশাখী ঝড়।
যিনি সহজে বলতে পারেন
"কাঁদালে তুমি মোরে ,ভালোবাসারই ঘায়ে—
নিবিড় বেদনাতে পুলক ,লাগে গায়ে ॥"
প্রাতঃকৃত্য থেকে নৈশ আহারের মাঝে শব্দ ব্রম্হান্ড সাজিয়ে
একজন দার্শনিক অদ্ভুত মিশ্রনে জীবন এঁকে চলেন ,
শুভেচ্ছা তাকে শ্রেষ্ঠ সভ্যতার
শুভেচ্ছা একাকিত্বের মাঝে অনবরত সৃষ্টির আনন্দের।

মানুষের ঘুম ভাঙা চোখে লেগে অসংখ্য সময়
অসংখ্য সাময়িক বেঁচে থাকা ,অসংখ্য সভ্যতার সাক্ষী মানুষ ।
তবু উঠে আসে মানুষে মাঝে অন্য মানুষ ,যিনি  সহজে বলেন
"অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো. সেই তো তোমার আলো! 
সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো. সেই তো তোমার ভালো ॥"

                                                          ... ঋষি 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...