Saturday, May 4, 2019

হওয়ার ঘোড়া

হওয়ার ঘোড়া 
............ ঋষি
......................................................................
সময়ের ব্যস্ততা
অর্ডার ,অর্ডার ,অর্ডার চলন্তিকা আমাদের কবিতায়
সময় থাকবে চিরকাল।
হাজারো প্রশ্ন ,আমি কেন ভালোবাসার কবিতা লিখি ?
পোড়া প্রেম সেই কথা জানে
অথচ বুক পুড়লে,কেন যে সময়ের পুড়ে চলে।
.
পুড়ে চলে সময়ের অন্ধকারে অজস্র মুহূর্ত
দিন কাটে ব্যস্ততায় ,
অথচ রাত হলেই  খাটের পায়াগুলো রূপকথায় হাওয়ার ঘোড়া
উড়ে যেতে থাকে  স্মৃতি বিস্মৃতিরা
রাতের নিজস্ব নিঃসঙ্গতায় একাচোরা মনে তোমার খোলা বারান্দায়।
তখনি হঠাৎ বৃষ্টি শুরু হয়
সময়ের দরজা, জানলা  , কার্নিশ বেয়ে নামতে থাকে স্নেহ
মেঘ চুরিতে ব্যস্ত পরি -রা দু ডানায় ভর করে ঘুরতে
ঘুরতে থাকে মস্তিষ্কের শিরা উপশিরায় থাকে সারা সিলিং জুড়ে।
সারা রাত জুড়ে দুর্যোগ , বজ্রপাত
আর বৃষ্টি
অন্ধকার পুরোনো বাড়ির ভেঙে চোরা  সিঁড়িতে গুটিগুটি পায়ে
কখন যেন সকাল এসে উপস্থিত ।

সময়ের ব্যস্ততা
অর্ডার,অর্ডার ,অর্ডার এই শহরে ভালোবাসার সময় নেই
চলন্তিকা তবু ভালোবাসি।
হাজারো ক্ষমার গভীরতায় লুকোনো কিছু পাওয়া
মিথ্যে হতে পারে না প্রেম
শুধু বুক পোড়ে আর সময়ের বুকে প্রদীপের আলো। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...