Wednesday, May 22, 2019

প্রেস্ক্রিপসান

প্রেস্ক্রিপসান
........... ঋষি
=================================================
আলোর অভাব আজকাল ভীষণ  মানুষকে  টানছে
আমাকেও টানছে মনের কোন টেলিস্কোপ দিয়ে দেখা অখ্যাত কবিতার বুকে।
জানলা শব্দটাকে স্বীকার করলে
মাথার মধ্যে হারাতে থাকে অনেক রাস্তা ,হাজারো যাপন।
সেন্সর বোর্ডে তবু কিছু লিগ্যাল প্রেস্ক্রিপসান লেখা হয়
মানুষকে জেতাবার জন্য ।

একটি চতুষ্কোণে
তার ভেতর হাজারো প্রতীক্ষা ,অশেষ স্বপ্ন ,এলোমেলো কবিতা।
কবিতা আসলে একটা পাগলামি
আর কবিতার  অ্যানাটমি নিয়ে ভাবলে
জন্ম থেকে শুধু স্বপ্নের খোঁজ ,অনেকটা একাকিত্ব জড়িয়ে
গনগনে সময়ের কাগজে নিজেকে পুড়িয়ে ফেলা।
দূরদৃষ্টিতে শুধু তাকিয়ে থাকা সময়ের আলোতে
আলো ফুরিয়ে যায় অন্ধকার হয় আর সেই অন্ধকারে মাথার ভিতর পিঁপড়ে
লিখে ফেলে বাঁচার কবিতা।
অনেকটা  সার্কাসের তাঁবু যেন
ছড়িয়ে ছিটিয়ে শব্দের জাগলিংরা স্পর্শ করতে চায়
সময়ের হৃদয় ,সময়ের কবিতায়।

এই কবিতাটা আদৌ হয়ত লেখাই হত না
যদি না বাঁচার  খিদের কাছে মানুষের প্রতিশ্রূতি কান্নাকাটি না করতো ।
সময় শব্দটা স্বীকার করলে
মাথার ভিতর রং ছিটিয়ে দেয় চলন্তিকারা।
চেনা প্লটে ফিরে আসা আলোয় একেএকে ছুঁয়ে যায় জীবিত ও মৃত
অসংখ্য বাঁচার মুখ মৃত্যুর বুকে শুয়ে ।

No comments:

Post a Comment

বৃষ্টি ভেজা শহর

এ শহরে বৃষ্টি এলেই তুমি আসো সাথে নিয়ে আসো তোমার স্পর্শদের বৃষ্টির স্পর্শে থেকে যায় পুঞ্জমেঘ আর আধখাওয়া জীবন। আমি অকারণে ভিজতে ভালোবাসি বরাবর...