Wednesday, May 15, 2019

সম্ভাবনা

সম্ভাবনা
...... ঋষি
=====================================
চলন্তিকা সম্ভবত আমাদের দেখা হয় নি কোনোদিন
চলন্তিকা সম্ভবত আমাদের দেখা হবে না কখনো।

অন্ধকার থেকে হেঁটে এগিয়ে আসছে  কোনো অস্পষ্ট মুখ
তোমার মতো দেখতে
অনেকটা  পুরু ভাঙা চোরা কাঁচের  মধ্য দিয়ে দেখলে
যেমন অচেনা লাগে সব গঠন
ঠিক তেমনি ।
আমি লিখে চলেছি কোন অসময়ের ডাইরিতে হাজারো বছর পর
সময়ের মাতলামি।

সময়ের চোখে কোনো স্থিরতা
কুয়াশা আছে।
স্বর্গে যেমন নিজের বলে কেউ থাকে না ,সকলেই পছন্দের
সবটাই মাইথোলজি।

আমি ভাবছি সময়ের সাইকোলজি নিয়ে
আসন্ন বৃষ্টির  জন্য
কিছুটা অন্যমনস্কতা মনখারাপি সময় জমবে কবিতায়।
অনেকটা
আমাদের না দেখা হওয়ার মতো
স্ক্রাউনডেল সম্ভাবনা। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...