Thursday, May 2, 2019

মনের হাওয়া

মনের হাওয়া
........... ঋষি
=======================================
আগামীকাল চুমু খাবো হাওয়াকে
জড়িয়ে ধরবো ইচ্ছা বুকে অনবরত রক্তক্ষরণ।
শহরের বুকে হাওয়া
রিংটোন জড়িয়ে ধরবে ক্লান্তির হাত ক্রমাগত তোমাকে পাওয়া।
ক্লান্তির চোখ ,দুহাত বাড়ানো আকুলতা
আচ্ছা যদি একটা শহর হতো আমাদের।
.
ক্রমাগত ক্লান্তি
সকালের অনিদ্রার চোখে কেমন একটা মনখারাপ।
মনখারাপ আমার শহরের নিত্য উপাখ্যান
পাতায় পাতায় লেখা শহর জোড়া অজস্র রক্তক্ষরণ।
ছোট ছোট গল্প
ছোট ছোট স্বপ্ন জড়িয়ে কোনো বেঁচে থাকা নিরুপায়,
বারান্দায় ঝোলানো পাখির খাঁচাটা  দোলা খায়
মনের হাওয়ায় ।
পৃথিবীর পিরিচে জল পড়লে প্রেমিকের বুকে মেঘ
নদী মরে যেতে যেতে , আমাদের কথা শেষ।
তবে কার কথা বলি
আমার তুমি না হাওয়াদের স্মৃতিকথা ।

আগামীকাল গল্প বলবো হাওয়াকে
ভাঙা গাছ ,উপকথা জুড়ে ছড়িয়ে থাকা পাতা ঝরা।
শহরের বুকে সংবাদ
দুর্যোগ আসছে ,ভাঙছে বুক ,প্রেমিকের চোখে জ্বালা।
ঘুম আসছে না আজ
শুধু বাড়ছে হাওয়া আর শব্দরা তোমার কবিতায়।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...