Wednesday, May 22, 2019

মেটাফরমেসিস


মেটাফরমেসিস
............... ঋষি
==========================================
মিষ্টি জলের পাশে ঘুমিয়ে থাকে উপস্থিতি
তোমার খরস্রোতা নদী ,ঝুলে থাকা স্খলিত আবরণ।
হা ঈশ্বর
সেই শব্দ ,অথবা চরাচর
অথবা ঘুম।

চারিদিকে চাঁদ
অথবা ডেকে উঠলো নিজের ভিতর অজস্র আলোড়ন।
অনুশোচনা কোন শব্দ নয়
ক্লান্ত হয়ে শুয়ে থাকা একটা শরীর আমার গভীরে,
শব্দটা জানি মেটাফরমেসিস।
সমস্ত ভাবনার কোমলতা খুলে তোমার বুকে লালচে আঁচিল
সময় বদলাচ্ছে ,নিজস্ব আঙ্গিকে কোনো পোট্রেট।
সময়ের  অসুখ গড়ায় ,তোমার গভীরে স্পর্শ
যত্ন কোনো আদিম ইচ্ছার
পেয়ারা বাগানে ক্রমশ দাঁতে লাগেনি বেদনা ,কোনো আদিম নীরবতা।
সময়ের  হাজারো  ভালবাসবার প্রার্থনা
তোমার কপালে ক্রমশ এগিয়ে যাচ্ছে ঠোঁট
একটা আবেগমথিত মুহূর্ত।

এইবার খাওয়া হলো না নদীর জল
ক্রমশ বারুদ ধামসে নিজের ভিতর অজস্র উত্থান পতন।
ফোটোজেনিক ঈশ্বর
আকাশে উড়তে ,ডানা ঝাপ্টানো
উদযাপিত প্রত্যাবর্তন। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...