Friday, May 17, 2019

আনন্দ

আনন্দ
............. ঋষি
================================
আনন্দগুলোকে চিনে চিনে আলাদা রাখা
বুক পকেটে থাকা সময়ের মুখ।
আসলে সব আনন্দের একটা করে জানলা থাকে ,
জানলায় পা দুলিয়ে বসে থাকা আকাঙ্খারা
আলাদা করে অপেক্ষায় থাকে।
.
বড় কঠিন করা বলা
একটা আনন্দ থেকে অন্য আনন্দ ব্যবধান রেখে
খোলা জানলা দিয়ে এক পলকে ঝোড়ো হাওয়া হঠাৎ বৃষ্টি।
অবিশ্রান্ত বৃষ্টিতে ভেজা সবুজ  পাতার নিচে বসে থাকা
ইচ্ছেগুলো নাম না জানা পাখি,
আমরা বোধ হয় ঠিক তেমনি।

সত্যি তবে ইচ্ছেদের ডানা হয়
অসম্ভবকে অতিক্রম করে কোনো অনন্ত আকাশ।
আকাশ শব্দটা সর্বদা নিরাকার ঈশ্বর
আর মানুষের ঈশ্বর বোধেই আনন্দ।
শুধু মাত্র অপেক্ষা
কোনো অচিন আনন্দের ওপারে রাখা খোলা আকাশ
হাজারো দুর্যোগ ,বৃষ্টি
আর আনন্দের উপলব্ধি নিজেদের জানলায়। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...