দৃশ্য -১
ভগবান তোকে ভালো রাখুক
রুক্ষ মুখ ,অজস্র ব্রণের দাগওয়ালা মেয়েটা স্যিগনালে।
প্রতিটা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে
বুক দেখে মনে হচ্ছে মেয়ে ,মুখ দেখে মনে হচ্ছে পুরুষ
অদ্ভুত আদল ,অদ্ভুত চলা
ঈশ্বরের জীব ,সত্যি কি এরাও।
দৃশ্য -২
রাত বারোটা স্যিগনালে লাল গাউন পড়া মেয়েটা
অপেক্ষা করছে কিছুটা সময়ের জন্য।
একটা গাড়ি এসে দাঁড়ালো, নেশার কণ্ঠে কেউ বললো " এই যাবি "
মেয়েটা চড়ে বসলে গাড়ি পিছনের সিটে।
পিছনে আরোহী লাফিয়ে পড়লো মেয়েটার শরীরে
ঈশ্বরের আদেশ ,সত্যি এমনও হয়।
দৃশ্য -৩
খালপাড়ের বস্তি থেকে সেই শ্যামলা রঙের মেয়েটা উধাও
মেয়েটা কাতরাচ্চে রক্তাক্ত শরীরে ট্রেন রাস্তার লাইনে পরে।
শেষ বারও ধর্ষিত হতে হতে মা মরা মেয়েটা চিৎকার করছিল
দয়া করে এমন করবেন না ,বাড়িতে বৃদ্ধ পিতা।
কিছুক্ষন আগে কিছু যুবক এসে ফেলে গেলো শরীরটা
ঈশ্বরের শরীর ,সত্যি কি তাই।
দৃশ্যাবলী
ঈশ্বরের দৃশ্যগুলো সময় সময় দর্শন হলে
কেন যে আগুন জ্বলে বুকে।
দূরে কোথাও মন্দির ,মসজিদ ,গির্জার পাদদেশে জ্বলে ওঠে আগুন
আসলে মানুষ পুড়লে মানুষের ধর্ম পোড়ে।
পুড়ে যায় সমস্ত প্রাচীন স্তবকে সাজানো সমাজ
সত্যি কি তো মানুষ ,ঈশ্বর হতে পারে কখনো।
.
...... ঋষি
No comments:
Post a Comment