Wednesday, May 15, 2019

অসময়


অসময়
.... ঋষি
=========================================
বহুদিন ধরে খুঁজে পাওয়া দুঃখরা
শুয়ে আছে আমাদের গভীরে কোথাও নিভৃত সচেতনায়।

এখান থেকে কবিতাটা শুরু করি
আমরা থেমে আছি প্রাচীন গ্যালাক্সীর কোনো অনন্ত স্বপ্নে।
অসময়ের ঝড়
...........................নির্ভীক বৃষ্টি।
বদলে যাচ্ছে ধর্মতলা মোড় ,গড়িয়াহাট ,রাসবিহারী
রবীন্দ্রসদনে ফুটপাথে সেই বাঁশিওয়ালা।
পেরিয়ে গেলো বিকেলের ট্র্যাফিক
প্যাসেঞ্জার সিটে
সেই অচেনা মুখ ,হাতের মুঠোফোনে ফিসফাস ,
তুলতুলে, সুখি চেহারার সেই ভদ্রমহিলা।

দুঃখ খুঁজছি শহরের অলিতেগলিতে
ভয়ার্ত মুখোশ ,মানুষ মুখোশ

কোনো তাড়া নাই আমার, ব্যাস্ট্যান্ডে বৃষ্টি
আমি বৃষ্টিতে ভিজছি,আমরাও ভিজছি।
আমাদের  চেহারাগুলো
ভাঙা
যন্ত্রনায়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...