পিঁপড়ে
.... ঋষি
=============================================
মাথার ভিতর অন্য একটা দেশ আছে
পিঁপড়েদের।
আমার আছে ,
আমার মতো আরো অনেক মানুষের আছে যাদের কাছে সময় মানে
ক্রমাগত হৃদয়ের ক্ষরণ।
একদল পিঁপড়ে বেমক্কা ঘুরতে থাকে মাথায়
সারাক্ষণই গুটিগুটি নিঃশব্দে জড়ো করতে থাকে অসময়ের সময়।
আমি কিছু করতে পারি না
ওদের বোঝানো যায় না জীবনের উঁচু ,নিচু চলাগুলো।
কিছুতেই মেরে ফেলা যায় না তাদের কোনো কীটনাশকে
কিংবা নিজের ইচ্ছাতেও।
সময় গুলিয়ে যায় ,হৃদয়ের ক্ষরণে পিঁপড়েদের পায়ের ছাপ
তাদের আসাযাওয়া খুব দৈনন্দিন।
কিন্তু জানো চলন্তিকা যখন ,তুমি আসো হৃদয়ে
এই পিঁপড়েদের উপদ্রব বেড়ে যায়
আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি
পিঁপড়েরা চুপ করে থেমে যায়।
মাথার ভিতর পিঁপড়েদের দেশ অনেক মানুষের আছে
আছে নিজের একলা থাকায়।
আমরা যারা বাঁচতে ,বাঁচতে নিজেকে পোড়াতে থাকি
নিজের ভিতর
তাদের মাথার নিউরনে পিঁপড়েরা বাঁচে।
.... ঋষি
=============================================
মাথার ভিতর অন্য একটা দেশ আছে
পিঁপড়েদের।
আমার আছে ,
আমার মতো আরো অনেক মানুষের আছে যাদের কাছে সময় মানে
ক্রমাগত হৃদয়ের ক্ষরণ।
একদল পিঁপড়ে বেমক্কা ঘুরতে থাকে মাথায়
সারাক্ষণই গুটিগুটি নিঃশব্দে জড়ো করতে থাকে অসময়ের সময়।
আমি কিছু করতে পারি না
ওদের বোঝানো যায় না জীবনের উঁচু ,নিচু চলাগুলো।
কিছুতেই মেরে ফেলা যায় না তাদের কোনো কীটনাশকে
কিংবা নিজের ইচ্ছাতেও।
সময় গুলিয়ে যায় ,হৃদয়ের ক্ষরণে পিঁপড়েদের পায়ের ছাপ
তাদের আসাযাওয়া খুব দৈনন্দিন।
কিন্তু জানো চলন্তিকা যখন ,তুমি আসো হৃদয়ে
এই পিঁপড়েদের উপদ্রব বেড়ে যায়
আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি
পিঁপড়েরা চুপ করে থেমে যায়।
মাথার ভিতর পিঁপড়েদের দেশ অনেক মানুষের আছে
আছে নিজের একলা থাকায়।
আমরা যারা বাঁচতে ,বাঁচতে নিজেকে পোড়াতে থাকি
নিজের ভিতর
তাদের মাথার নিউরনে পিঁপড়েরা বাঁচে।
No comments:
Post a Comment