Monday, September 30, 2019

অন্তরমহল

অন্তরমহল
.... ঋষি
====================================
তোমাকে ভালোবাসি মনে করলে কোন শব্দ হয় না
কিন্তু নিঃশব্দে নিজের ভিতর বৃষ্টি পড়তে থাকে।
অদ্ভুত একটা মেঘলা বিকেল পায়চারি করে
সময় জুড়ে।
বুঝতে পারি না সময়ের ছবি
নিজেকে কেমন এক স্থবির মনে হয়।

তোমাকে মনে করলে তখন  মনেতে বেজে ওঠে
 স্যাক্সোফোন।
চারিপাশে তুমুল বৃষ্টি ,আমি ভিজতে থাকি
নিজের শরীরটাকে কেমন একটা তুলোর মতো মনে হয়।
বুকের ভিতর ঘোড়া ছুটতে থাকে
পৃথিবীর  অবশিষ্ট ঘু্ম যেন তখন তোমাতে জড়িয়ে যায়। 
তোমার রাতের নুপুর ,অন্ধকার স্নানের শব্দ
নীল আবদার ,তোমার ঘরের হলুদ ডিম্ লাইট।
কেমন এক মায়া
চারিপাশে বৃষ্টি আমার শরীর ছুঁয়ে
নামতে থাকে বুকে,ঘুম আসে ,আবার ভেঙে যায়।

তোমাকে ভালোবাসি মনে করলে কোন শব্দ হয় না
শুধু ভিজতে থাকে সময় যেন অগোছালো বলতে চাওয়া।
অদ্ভুত কোনো আলো আমাকে ছুঁয়ে
আমার হাইওয়েতে সোনার মতো ছড়িয়ে পরে।
বুঝতে পারি না বেঁচে আছি
শুধু স্বপ্ন জড়িয়ে যায়। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...