Thursday, September 12, 2019

ভোকাট্টা

ভোকাট্টা
.... ঋষি
=================================
আসলে আমাদের সকলের একটা অসুখ আছে
ভালো না থাকার।
নাগরিক জীবন ,সাজানো নিরাপত্তা ,হারানোর ভয়
আসলে আমরা সকলেই  শৈশবের কাগজ কুচিয়ে ছড়িয়ে ফেলার মতো
একই কাজ করছি
সময় কাটাচ্ছি হিসেবের ভিড়ে ,প্রত্যাবর্তনের আশায়।

প্রত্যাবর্তন
সময়ের আগুনে লেখা আছে কিছু অযাচিত কষ্ট
যেগুলো ঘা ,পাঁচড়ার মতো চুলকিয়ে আরাম।
আসলে আমাদের অসুখগুলোর জন্য আমরাই দায়ী সর্বদা
তবু দোষ  দিয়ে ফিরি সময়কে ,কিংবা অন্যকে।
আমরা কখনো নিজেদের খুঁড়ে দেখি না
শুধু খুঁজতে থাকি প্রশ্রয় বাঁচার 
পুরুষ নারীর মাঝে ,
ভাঙা শৈশবের আদলে ,
ছেড়ে যাওয়া প্রেম ,কিংবা অপ্রেমে
কিংবা আকাশে ভাসতে থাকা গ্যাস বেলুন ,স্বপ্নের চোখে। 

আসলে আমাদের ভালো না থাকার কারণগুলো
সকলেই আমি জানি।
তবু চিৎকার করতে পারি না ,সত্যি বলতে পারি না
শুধু ঝগড়া করি নিজেদের গভীরে।
যেন ভোকাট্টা সেই ঘুড়ি
যে জানে না ঠিকানা ,ভালো থাকাগুলো। 

1 comment:

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...