Thursday, September 12, 2019

ফাঁকি

ফাঁকি
... ঋষি
======================================
সব ফাঁকি
সমস্ত ভুল ,গল্প ,নাগরিক যাপনে
অল্প অল্প শহরের ফাঁকে জমতে থাকে বিষ।

সঙ্গী ছিলো, সঙ্গী আছে
আয়নাতে আর ঠুনকো কাঁচে ,টুকরো টুকরো কাঁচে
ফুটে চলা দংশন আন্তরিক  ।

পাড়ায় পাড়ায়
যখন সময় তার দুহাত  বাড়ায়
আমিও আমার নখের ডগায় হিংস্রতা বাঁচিয়ে রাখি।

জমতে থাকা সময়গুলোর
গোলমেলে সব জীবিত থাকার হিসেবগুলো
চনমনে অন্য বাঁচা।

রঙপেন্সিল,আঁকার খাতা। লুকোনো শৈশব ছু  মন্তর
জন্মজড়ুল,কালোদাগ
আর সময়ের ঠোঁটে রক্তের ন্যাংটা স্বাদ।

সব ফাঁকি
মুহূর্ত জড়িয়ে আসলে মুহূর্ত বাঁচি
তারপর চলা পথ আর স্বপ্ন বাঁচিয়ে রাখি। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...