সময়ের কবিতা
.... ঋষি
==================================
যে কান্নার কখনো জন্ম হয় না
সে কান্না মৃত নারীর বুকে আজ কয়েকশো যুগের গল্পে ।
বুকের কাছে আগলে রাখা স্নেহ
মাতৃত্ব,নারীত্ব আর যন্ত্রনা মূল্যহীন।
মূল্য পৌরুষের সমাজে সন্তানের মুখ
আর খুব সহজে বলা বাজা নারী।
আমি সময়ের গল্প লিখি
লিখি মানুষের গল্পে সময় সাজানো কবিতায়।
কল্পনার ডিভোর্স ফাইল হলো
কারণ সে নাকি বাজা।
ফিরদৌস আজ তার ষষ্ঠ সন্তানের জন্ম দিল
কাঁদলো অনেকটা ,
সন্তান যে কন্যা।
জেসিকা আজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলো
তার কফিন বন্দী শরীরটা আজ বাঁচতে চাইছে
যদি মা হওয়া যেত।
সবটাই সামাজিক ,সবটাই পুরুষ শব্দের সমার্থক
কারণ পুরুষ বীর্যহীন হতে পারে
কিন্তু বাজে নয়।
অর্ডার অর্ডার অর্ডার আমি সমাজ বলছি
এই সব বস্তা পচা গল্পের কোনো মানে না
প্রশ্ন সন্তান পুরুষ তো ?
পৌরুষ জরুরী আর নারী সেখানে পুরুষের মেশিন মাত্র
ভোগ করার ,গর্ভবতী করার
নারী তোমায় কাঁদতে নেই ,শুধু পুরুষ জন্ম দিতে আছে।
.... ঋষি
==================================
যে কান্নার কখনো জন্ম হয় না
সে কান্না মৃত নারীর বুকে আজ কয়েকশো যুগের গল্পে ।
বুকের কাছে আগলে রাখা স্নেহ
মাতৃত্ব,নারীত্ব আর যন্ত্রনা মূল্যহীন।
মূল্য পৌরুষের সমাজে সন্তানের মুখ
আর খুব সহজে বলা বাজা নারী।
আমি সময়ের গল্প লিখি
লিখি মানুষের গল্পে সময় সাজানো কবিতায়।
কল্পনার ডিভোর্স ফাইল হলো
কারণ সে নাকি বাজা।
ফিরদৌস আজ তার ষষ্ঠ সন্তানের জন্ম দিল
কাঁদলো অনেকটা ,
সন্তান যে কন্যা।
জেসিকা আজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলো
তার কফিন বন্দী শরীরটা আজ বাঁচতে চাইছে
যদি মা হওয়া যেত।
সবটাই সামাজিক ,সবটাই পুরুষ শব্দের সমার্থক
কারণ পুরুষ বীর্যহীন হতে পারে
কিন্তু বাজে নয়।
অর্ডার অর্ডার অর্ডার আমি সমাজ বলছি
এই সব বস্তা পচা গল্পের কোনো মানে না
প্রশ্ন সন্তান পুরুষ তো ?
পৌরুষ জরুরী আর নারী সেখানে পুরুষের মেশিন মাত্র
ভোগ করার ,গর্ভবতী করার
নারী তোমায় কাঁদতে নেই ,শুধু পুরুষ জন্ম দিতে আছে।
No comments:
Post a Comment