Tuesday, September 3, 2019

আর কতক্ষন

আর কতক্ষন
..... ঋষি
========================================
হঠাৎ পথচলতি
তুমি এসে দাঁড়ালে পাশে ,অচল সময়ের মাঝে।
দূরে কোথাও বেজে উঠলো ঢাক ,শঙ্খ ,আজ উদযাপন
সেই হাসি ,আখরোট ঠোঁট ,কাজল টানা চোখ।
শুধু কিছু বললাম না ,বুঝলাম
আমার ভিতরে ,আমার গভীরে আজও অন্য বাঁচা বেঁচে।

শব্দ হচ্ছিল না
খুব বৃষ্টি ,জীবন অদ্ভুত সৃষ্টি ,জড়িয়ে ধরলে আমায়।
কানে মুখ চেপে বললে ,পালাচ্ছিস কোথায়
আমি কিছু বলতে পারলাম না।
শব্দ হচ্ছিল বুকে
আরো জোরে ঘটে চলছিল কিছু আনকোরা মুহূর্ত।
তুমি বললে
আয় আমার  গভীরে যায় ,আয় মিশে যা আমায় 
আমি স্থির ,আরো অস্থির আমার সময়।
চিৎকারগুলো গলার কাছে আটকে আর কতক্ষন
আর কিছুক্ষন ,
তুমি চলে যাবে আবার
আমি একা
আবার একা।

হঠাৎ পথ চলতি
তুমি হেসে উঠলে আমার বুকে,আরো গভীরে।
বললে সব ঠিক হয়ে যাবে ,সব ঠিক হবে
আমি হাসতে পারলাম না ,কাঁদতে পারলাম না।
ঘুম চলে গেলো ,চোখ খুলে দেখি
তুমি রয়েছো জড়িয়ে ,যেমন জড়িয়ে থাকো।  

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...