নতজানু সময়
.... ঋষি
======================================
নতজানু সময়ের পাতা
ক্রমাগত এবড়োখেবড়ো বুনে চলা আক্রমণ।
আক্রোশ খোলা পাতায় রক্তের বিন্দু
রোল মডেল বদলাচ্ছে।
রোল্ড রোয়েলসে চড়া মানুষগুলো ক্রমাগত অন্ধকারে
তবু সময় ক্যানভাসে আঁকছে আগামীর বাঁচা ,আলো ।
আমি লাশ গুনে চলেছি
লাশের পাহাড়ের উপর বসে ক্রমশ একের পর এক
মৃত শৈশব ,মাছি বসা যৌবন ,হেগে মুতে ছড়ানো বার্ধক্য
সব দেখছি গুনছি।
লাশ গুনতে গুনতে ক্লান্ত হয়ে ক্রমশ ছিঁড়ছি
ছিঁড়ে চলেছি নিজেকে
কুচি কুচি করে ক্রমশ ছিটিয়ে দিচ্ছি সময়ের আকাশ থেকে।
আকাশ খুঁজছি
নতজানু হয়ে জড়িয়ে ধরছি আকাঙ্খিত চিরনিদ্রা।
ভয় করছে না,আর ভয় করে না
শুধু ভাবতে ইচ্ছে করে অবোধ সেই সব মানুষগুলোকে
হাসতে ইচ্ছে করে তাদের উপর
যারা থুথু দিয়ে জীবন গুনছে।
নতজানু সময়ের পাতা
কাজল লেপ্টানো নদী, কুয়াশার নরমে মন
স্তব্ধ চারিধার, মৃত্যু চারিধার।
তবু এটা মৃত্যুর কবিতা নয়
জীবিত কিছু বাঁচতে চাওয়া অধিকারের কবিতা
যাদের আকাশ ছোঁয়ার লোভ।
.... ঋষি
======================================
নতজানু সময়ের পাতা
ক্রমাগত এবড়োখেবড়ো বুনে চলা আক্রমণ।
আক্রোশ খোলা পাতায় রক্তের বিন্দু
রোল মডেল বদলাচ্ছে।
রোল্ড রোয়েলসে চড়া মানুষগুলো ক্রমাগত অন্ধকারে
তবু সময় ক্যানভাসে আঁকছে আগামীর বাঁচা ,আলো ।
আমি লাশ গুনে চলেছি
লাশের পাহাড়ের উপর বসে ক্রমশ একের পর এক
মৃত শৈশব ,মাছি বসা যৌবন ,হেগে মুতে ছড়ানো বার্ধক্য
সব দেখছি গুনছি।
লাশ গুনতে গুনতে ক্লান্ত হয়ে ক্রমশ ছিঁড়ছি
ছিঁড়ে চলেছি নিজেকে
কুচি কুচি করে ক্রমশ ছিটিয়ে দিচ্ছি সময়ের আকাশ থেকে।
আকাশ খুঁজছি
নতজানু হয়ে জড়িয়ে ধরছি আকাঙ্খিত চিরনিদ্রা।
ভয় করছে না,আর ভয় করে না
শুধু ভাবতে ইচ্ছে করে অবোধ সেই সব মানুষগুলোকে
হাসতে ইচ্ছে করে তাদের উপর
যারা থুথু দিয়ে জীবন গুনছে।
নতজানু সময়ের পাতা
কাজল লেপ্টানো নদী, কুয়াশার নরমে মন
স্তব্ধ চারিধার, মৃত্যু চারিধার।
তবু এটা মৃত্যুর কবিতা নয়
জীবিত কিছু বাঁচতে চাওয়া অধিকারের কবিতা
যাদের আকাশ ছোঁয়ার লোভ।
No comments:
Post a Comment