Thursday, September 12, 2019

রিংটোন

রিংটোন
........... ঋষি
=============================================
বেজে যাওয়া রিংটোন
প্রথমবার কেমন একটা উদাস আকাশ  ,একলা আকাশ।
বৃষ্টি নির্ভর সভ্যতার মানুষ
কাঁদতে শিখেছে
কিন্তু ভালোবাসতে আজও শিখলো না।

সভ্যতা মানুষকে  আদম করেছে
বস্তুত পিছনে ফিরে তাকানো নিজের পূর্বপুরুষের বসতবাড়ি হারানো।
সম্পর্ক লতায় পাতায়,
বর্ষাকালীন ব্যস্ত ছাতায়
নিজস্ব অবলম্বন খুঁজতে থাকা ব্যস্ত শহর।
এই আকালেও ,আদ্যিকালের পুরোনো জামার কলারে
কিংবা তোমার চেইনখোলা মর্ডান জামাও
অভাবগ্রস্থ।
হঠাৎ দেখা হয়ে যাওয়া প্রগলভ মুহূর্ত
হাতে  হাত ছুঁইয়ে বুঝতে চাওয়া স্পর্শটুকু
শীত বা শ্রাবণ,
উষ্ণ বা মেকি
সম্পর্ক কোন এক মুহূর্ত ।

বেজে যাওয়া রিংটোন
হঠাৎ খুঁজে পাওয়া ঈশ্বরের শব্দ।
বলা যায় না সবকিছু এই অবিশ্বাসী সভ্যতায়
বিশ্বাস শব্দটা শুধুই আদরের
আর বিশ্বাস হারানোটা সভ্যতার ধ্বংস।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...