Wednesday, September 4, 2019

ভাবছি ঘুরে দাঁড়ানো ভালো

ভাবছি ঘুরে দাঁড়ানো ভালো
.... ঋষি
===========================================
ঘুন ভাঙলে আজকাল ভয় করে
শহর পেরিয়ে সীমান্ত তারপর রাজ্য ,ক্রমে দেশ
ছেয়ে যায় সময় মেঘলা  রোদে।
আঁতকে উঠি যখন চরাচর ঘুরে নিজের সাথে দেখা হয় বারংবার
ফায়ার প্লেসে জ্বলতে থাকা শরীর
জতুগৃহ দেশ জ্বলছে, ,জ্বলছে মন মানুষ বাঁচায়।

আজকাল চিৎকার করতে ইচ্ছে করে
চিৎকার গুলো উৎসবের পিছনে আবহগীত হয়ে বৃষ্টি  নামে বুকে।
এক অদৃশ্য আশা ,স্পর্শে বুক বাঁধা
আর তারপর শহরের গল্পগুলো দেশ ব্যাপী ন্যাশনালে।
আজকাল আমরা  কুশলও জিজ্ঞেস করি
খারাপ আছি কিনা জানার আশায়
সময়ের সাথে আমরাও হয়েছি ঈশ্বর প্রকোপে কোন অদ্ভুত বাঁচা।
তবুও অনেকটা সাহস জোগাড় করে আমি শক্তি বাবু পড়ি
" ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দুহাতে
এত কাল ধরে।
কখনো তোমার করে তোমাকে ভাবিনি। "

ঘুম ভাঙলে আজকাল ভয় করে
শহরগুলো ছোট হতে হতে সেঁধিয়ে যায় শহরের বুকে
আর মানুষের মুখে সময়ের রক্ত।
আঁতকে উঠি নিজের আয়নায় দাঁড়িয়ে দেখি অন্য একটা শহর
শুধু দাউদাউ পুড়ে চলা অভিশাপ এই বাঁচা
বাকি সব গল্পগাঁথা।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...