Wednesday, September 25, 2019

বৃষ্টি ভেজা

বৃষ্টি ভেজা
.............. ঋষি
====================================
একটু পরে খুলে পরবে ঘুমের শহর
শহরের ভিজে রাস্তায় জমতে থাকা এক হাঁটু জল
দৃষ্টি নির্ভর ,সময়ের আদ্রতা।
মানুষের কথাগুলো বুকের কাছে খোলা আকাশের তারা
যেখানে নক্ষত্ররা সারা আকাশ জুড়ে ছবি
শুধু আমি  তুই  ,সময়নির্ভর শহরের উপাখ্যান।
.
তোর খোলা বুক আঁকড়ে ধরে বসিয়ে দেব
ভ্যাম্পারে ক্যানাইন।
এগিয়ে যাওয়া বিশ্বাসগুলো তোর ঘাম চুষে খাবে
খাবে নদী জল।
এক ছুট্টে চলে যাবো  তোর গভীরে
দৃষ্টি বদলাবো
বদলাবো সময়ের গভীরে শুয়ে থাকা আমাদের অনাবৃত মৃতদেহ।
আসলে আমি মৃত্যু  লিখতে চাই
শহরের রাস্তায় ,সময়ের কবিতায়
তোকে ছুঁয়ে নক্ষত্র হয়ে বাঁচতে চাই অন্ধকার আকাশে।

একটু পরে চোখ বন্ধ হয়ে যাবে তোর গভীরে
তোর বুকে নাক ঘষে খুঁজে পাওয়া শিহরণ বাঁচা।
একটা আকাশ  চায়
চায় মুক্তি আকাশের নক্ষত্রের ভিড়ে নিজের উপস্থিতি।
সময়ের রঙে নিজেকে রাঙানো ভীষণ সহজ
কিন্তু আমার বুকের শহরের রাজপথ চিরকাল বৃষ্টি ভেজা ।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...