সবুজ স্পর্শ
................. ঋষি
======================================
ফিরে আসা আলো
আরো রৌদ্রতপ্ত দিন ,পুড়ে যাওয়া পড়ন্ত শরীর
আকাশের দিকে মুখ।
এই মাত্র জজ সাহেব ঘোষণা করলেন
ডিভোর্সের কেসটা অর্পিতা জিতে গেছে ,
খবর হলো ,বড়দের আশীর্বাদ , বন্ধুদের শুভেছা বার্তা
কিন্তু এইবার ?
আকাশের দিকে তাকাস অপর্ণা
ঈশ্বর বললেন এত মুক্তি নীল আকাশে ,এত গভীর।
কি খুঁজছিস অপর্ণা ?
পোড়া শরীর ,লুকিয়ে থাকা মন ,অনেকটা ক্লান্ত এই পথ চলা।
বুকের কালসিটেতে সেই লোকটার স্পর্শ ছুঁয়ে আছে।
কিসের স্পর্শ অপর্ণা ?
মেঘ ভাঙলে বৃষ্টি হয় ,বৃষ্টি হলে মাটির সোঁদা গন্ধ
সবুজ স্পর্শ।
সবুজেই তো মানুষ বাঁচে ,
স্মৃতির মরা পচা গন্ধটাও পিছনে ফেলে যেতে হবে অপর্ণা ,
বাঁচতে হবে যে।
আকাশের গভীরে ,হৃদয়ের অন্তরে বাঁচা লুকিয়ে
জাগাতে হবে অপর্ণা।
ফোনটা বাজছে
খুব বৃষ্টি হচ্ছে চারিপাশে ,ওপাশে আকাশের ডাক
শুনছিস অপর্ণা।
জজসাহেব ,সময় ,সমাজ শুধু সময়ের হত্তাকর্তা নয়
আসলে ঈশ্বর সময় নিজে অপর্ণা।
হ্যালো ,কেউ আছেন ওপাশে আমি ঈশ্বর বলছি
শুনছিস অপর্ণা।
................. ঋষি
======================================
ফিরে আসা আলো
আরো রৌদ্রতপ্ত দিন ,পুড়ে যাওয়া পড়ন্ত শরীর
আকাশের দিকে মুখ।
এই মাত্র জজ সাহেব ঘোষণা করলেন
ডিভোর্সের কেসটা অর্পিতা জিতে গেছে ,
খবর হলো ,বড়দের আশীর্বাদ , বন্ধুদের শুভেছা বার্তা
কিন্তু এইবার ?
আকাশের দিকে তাকাস অপর্ণা
ঈশ্বর বললেন এত মুক্তি নীল আকাশে ,এত গভীর।
কি খুঁজছিস অপর্ণা ?
পোড়া শরীর ,লুকিয়ে থাকা মন ,অনেকটা ক্লান্ত এই পথ চলা।
বুকের কালসিটেতে সেই লোকটার স্পর্শ ছুঁয়ে আছে।
কিসের স্পর্শ অপর্ণা ?
মেঘ ভাঙলে বৃষ্টি হয় ,বৃষ্টি হলে মাটির সোঁদা গন্ধ
সবুজ স্পর্শ।
সবুজেই তো মানুষ বাঁচে ,
স্মৃতির মরা পচা গন্ধটাও পিছনে ফেলে যেতে হবে অপর্ণা ,
বাঁচতে হবে যে।
আকাশের গভীরে ,হৃদয়ের অন্তরে বাঁচা লুকিয়ে
জাগাতে হবে অপর্ণা।
ফোনটা বাজছে
খুব বৃষ্টি হচ্ছে চারিপাশে ,ওপাশে আকাশের ডাক
শুনছিস অপর্ণা।
জজসাহেব ,সময় ,সমাজ শুধু সময়ের হত্তাকর্তা নয়
আসলে ঈশ্বর সময় নিজে অপর্ণা।
হ্যালো ,কেউ আছেন ওপাশে আমি ঈশ্বর বলছি
শুনছিস অপর্ণা।
No comments:
Post a Comment