Thursday, September 12, 2019

সাতকাহন

সাতকাহন
.... ঋষি
==============================================
আড়াআড়ি দু ভাগ করে হেঁটে চলো
সমৃদ্ধ জীবনের কোন।
কেউ কেউ বলে একলা রাস্তা সমৃদ্ধ শহরের অলিগলি
আসলে মৃত সেই সাতকাহন।

তোমাকে এমন করে ভাবলে
আমার না লেখা উপন্যাসের পাতায় নারী থাকবে না।
কথা না হলেও তেমনভাবে
যেটুকু আছে সেখানে জমে আছে অজস্র কুয়াশা ভেজানো অন্য সকাল।
শহরের পথ ,হাতে টানা রিকশা
গরম চায়ের কাপ
আর আমার এই শেষ না হওয়া কবিতা
সবটাই অবান্তর।
তবু জানো
তোমাকে এমন করে না ভালোবাসলে
আমার বাঁচা থাকবে না।
তামাদি দিনের কুয়াশায় ভেজা, আধো অন্ধ ভোর
পরাজিত সময়
হয়তো এই বেঁচে থাকা।

সোজাসুজি কোনো শিরোপা ছাড়াই বলি
ভালো আছি।
অথচ জানো চলন্তিকা আজও পথ চলতি অনেককেই
কেন জানি তুমি মনে হয়।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...