Saturday, September 21, 2019

আমার মুক্তি

আমার মুক্তি
...... ঋষি
========================================
আমার হত্যার জন্য তুমি দায়ী চলন্তিকা
অজস্র তলোয়ারের খোঁচায়
তোমার চোখের গভীরে আমার মৃত্যু সুখ।
জানো তো জন্মঅবধি হাজারো পথ চলা তোমার খোঁজে
বারুদের বুকে আমার জলছবি দুঃখকণারা আঁকে
ভালোবাসা মানে কি শুধু দুঃসহ মৃত্যু ডাক ... নাকি প্রতীক্ষা ?

কোনো উত্তর আসে না
শুধু দূরে দিক্চক্রবালে নিয়ম করে আলোরা ফেরারি।
আমি রৌদ্রের খোঁজ করি
খোঁজ করি তোমার হাসিতে আমার হারিয়ে যাওয়া বাঁচা।
এই দেশে বিপ্লব নামেই  দীর্ঘজীবী
আসলে ভালোবাসার বিপ্লবটা সকলে করে উঠতে পারে না।
তাইতো শহরের অলিতে গলিতে
খুব সস্তায় বিক্রি হয় ভালোবাসার শরীর
আর বিপ্লবী আদরগুলো খুব সহজে মিলিয়ে যায় সময় থেকে।
অথচ আমার শরীরে তোমার ক্লান্তহীন পথচলা
আমার গভীরে তোমার নাম
শুধু আমার মুক্তি তোমার অন্তরে।

আমাকে হত্যার জন্য তুমি দায়ী চলন্তিকা
অজস্র সময়ের সফর
অথচ আমার সময়ে ভালোবাসার সময়টুকু কম।
বুকের ভিতরে ঝড় চেপে আছি অবিরত
জানো তো পৃথিবী তবু তো সামলে নিয়েছে নিজেকে
অথচ আমার বিপ্লবী আত্মারা তোমার জন্য মৃত্যু খোঁজে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...