Wednesday, August 12, 2020

বিজ্ঞাপন আর যৌনতা

 

বিজ্ঞাপন আর যৌনতা

... ঋষি 


ক্রমশ সময় হারিয়ে যাচ্ছে 

হারিয়ে যাচ্ছে যুগের পর যুগ শুয়ে থাকা  যুধিষ্ঠিরকে যক্ষের প্রশ্ন। 

তারা  সময়ের শরীর ছিঁড়েছে  ,তাই বলে  ফুল শুকিয়েছে কি ?

তারা সময়ের বুকের মাংস খুবলেছে , তাই বলে মিথ্যে সত্যিতে বদলেছে কি ?

সময়ের শোরগোল 

তাই বলেই তো  শহরে কার্ফুতে  আজ  মাস্ক লাগানো  মানুষ

আর মৃত মানুষের উলঙ্গ কিছু শব মানুষের রাস্তায় শোয়ানো।  

.

তারা কেটে নিয়েছে সময়ের চুল নিজের স্বার্থে মাথায় ঘোল ঢেলে  , 

তাই বলে কি ন্যাড়া বেলতলা  যায় না  আর ?

তারা মুখে কালি মাখিয়েছে সময়ের নিজের মতো করে  , 

চিত্রশিল্পী তাই বলে  কি খুব কমে গেছে   ?

তারা সময়ের নাক কেটেছে ,

তাই বলে কি পৃথিবীর সব পথে সুর্পণখারা মাথা নিচু করে দাঁড়িয়ে ?

সময়ের মাথা মুন্ডন বলে 

আর্ট গ্যালারিগুলো  কি ইদানিং মানুষ কমে গেছে ?

তবুও তো  নারীর বস্ত্র হরণ থামে নি 

শুধু এই সময়ে মানুষের গতি কমে গেছে। 

.

তারা  সময়ের হৃদপিন্ডে আজকাল নকল  হৃদযন্ত্র বসিয়েছে 

তাই বলে কি  কমে যাচ্ছে মানুষের নিঃশ্বাসের জন্ম  ?

তারা সময়ের শিশ্ন কেটে নিয়েছে  

তাই বলে  কি কমে গেছে  ধর্মের বুলেটে রক্তের স্রোত  ? 

এইমুহূর্তে স্বাধীনতার সংগ্রামকে খুব তাড়াতাড়ি  ডিসচার্জ প্রয়োজন 

সামনে ১৫ ই আগস্ট ,

প্রয়োজন চোখের জলকে স্যানিটাইজার বানিয়ে সময়ের আত্নমর্যাদা রক্ষার। 

ক্রমশ সময় হারিয়ে যাচ্ছে 

ক্রমশ সমস্ত ধৈর্য  আটকে যাচ্ছে সেলারির আন পেইড  নোটিশে 

ক্রমশ কুমারী ডিভোর্সি জিভ দাসত্ব করছে 

দাসত্ব করছে আমার কবিতার সময় সিঁদ কেটে বিপ্লবের ঘরের দরজায়। 

ক্রমশ সময়ের  মায়ের পেটে জন্মাচ্ছে হাজারো মুখোশ 

ক্রমশ বৃক্ষের চাইতে অনেক দামি মানুষের টেস্টটিউব বেবি 

ক্রমশ আমার কবিতারা ন্যাংটো হয়ে দাঁড়িয়ে রাস্তার পাশে 

পৃথিবীর সমস্ত পবিত্র ধর্মগ্রন্থ আজ খুঁজছে বিজ্ঞাপন আর যৌনতা। 

No comments:

Post a Comment

শেষ শব্দটা

শেষ শব্দটা  ... ঋষি  . শেষ শব্দটা লিখতে লিখতে ইদানিং এক  বিষন্নতা  একে একে শেষ হওয়া প্রতিবাদ ,প্রতিফলন ,অভিমান  কিছুই স্থির হয় না এক জীবনে ,...