Thursday, August 6, 2020

বোকা মেয়ে



বোকা মেয়ে 
,,, ঋষি 

কাকে দেখেছিলাম ,কেন দেখেছিলাম
বুকের ভিতর ঢেউ  উথালপাথাল জানি বোকা মেয়ে। 
একান্তে  খুলে চোখ, খুলেছি দূরে সমুদ্রে অচিন ঢেউ 
শোনো সত্যি বলতে চাই ,
বোকা  মেয়ে একবার না হয় তোমার হয়ে মিশে গিয়ে 
কাঁচা পেয়াড়ায় কামড় দিতে চাই। 
.
শোনো এখন এই মুহূর্তে আমি আমায় ভাবছি জানো 
আমায় ভাবতে ভাবতে চোখ পুড়িয়ে ঘুমিয়ে পড়েছি বুকে 
আবার ঢেউ ,
বোকা মেয়ে ঠিক তোমার মতো কেউ 
আমার সাথে যুক্তি করে একা হতে চায়। 
.
শরীর ফুঁড়ে মন ছিনিয়ে
ভিতরের ঘরের পাশে 
তোমার মতো কেউ আছে  গভীর রক্তে শিকড়ে আশেপাশে। 
মনের ও তো সময় আছে ,চাল আছে ,চুলো  আছে ,আছে চিতা 
দাউ দাউ ঢেউ 
জানি বোকা মেয়ে পোড়ে ,আমারও তো পোড়ে। 
মন টলমল গভীর জলে, ঝলমলে এক অন্ধ সময় 
তোমার সবুজ ঠোঁটে 
কারসাজি না ম্যাজিক ,যত উড়নচন্ডী কাজে 
জানি বোকা মেয়ে ,
তোমার মতো আমিও বোকা রোজ নিজের সাজে। 




No comments:

Post a Comment

শেষ শব্দটা

শেষ শব্দটা  ... ঋষি  . শেষ শব্দটা লিখতে লিখতে ইদানিং এক  বিষন্নতা  একে একে শেষ হওয়া প্রতিবাদ ,প্রতিফলন ,অভিমান  কিছুই স্থির হয় না এক জীবনে ,...