Wednesday, August 12, 2020

আর্কিমিডিস

 


আর্কিমিডিস 

... ঋষি 

.

চরকা কাটা একটা দাম্পত্য 

ঘুমিয়ে পড়েছে বহুদিন নিজের ঘরে অজস্র বিশ্বাস,

আমি শুয়ে আছি শ্মশানের পায়ে। 

.

জানি এইভাবে ফিরে আসা যায় না 

ফিরে আসা যায় না তোর রান্নাঘরে হঠাৎ কেটে যাওয়া আঙুলের 

রক্ত ফোঁটায়

কিংবা তোর সমাজে । 

সবটাই বড়ো বেশি রোমান্টিক এই শহরে 

অথচ রোমান্স খুঁজতে আমাদের বিছানার চাদর আগলাতে হয়। 

.

সব প্রশ্ন মিথ্যে ছিল না 

মিথ্যে ছিল না শান দেওয়া জীবনে আর্কিমিডিসের আবিষ্কার। 

মেথড অফ এক্সহশন

 ক্ল্যাসিক্যাল যুগের সময় নিয়ন্ত্রণ করে ,

কিন্তু ভাবনাদের ?

আমি ভাবনার সমুদ্রে শূন্যে ছুঁয়ে ফেলি প্রশ্ন ,

তারপর শূন্য শূন্য আর শূন্যে দাঁড়িয়ে 

চেয়ে থাকি মহান বিজ্ঞানী দিকে। 

আর্কিমিডিস ফিক করে হাসে 

আর ব্যাকগ্রাউন্ডে আমি স্পষ্ট দেখি একটা মৃত্যু দৃশ্য 

একজন রোমান সৈনিক কিভাবে হত্যা করলেন সময়কে। 


No comments:

Post a Comment

শেষ শব্দটা

শেষ শব্দটা  ... ঋষি  . শেষ শব্দটা লিখতে লিখতে ইদানিং এক  বিষন্নতা  একে একে শেষ হওয়া প্রতিবাদ ,প্রতিফলন ,অভিমান  কিছুই স্থির হয় না এক জীবনে ,...