Sunday, August 16, 2020

বিবাহ মুখোশ



 বিবাহ মুখোশ 

..... ঋষি 

.


নিলজ্জ হতে হবেই কথা নেই 

তবু গতরাতের বিছানার উপর স্বপ্নের লাথিটা  ভুলতে পারিনি

ঈশ্বরের  পায়ের মাপ কত ?

ক্ষমতাবান সভ্যতাও মানুষের কাছে মাথা নিচু করে 

আর আমি তো প্রজাপতি আঁকড়ে স্বপ্ন দেখছি 

ধ্বংস সভ্যতার। 

.

জীবন আঁকড়ে ধরে মন খালিপেটের খিদে 

বিরিয়ানি বিরিয়ানি স্বপ্ন ,

বিবাহিত সিঁদুরের ভেতর থেকে গাছ জন্মাচ্ছে 

শহরের প্রতিটা অলিতে গলিতে শুয়ে থাকা রাত্রিগুলো নিথর 

কেন যেন 

অঙ্কুরোদ্গম হওয়ার পর  

বিবাহমুখোশ একটা ওয়েব সিরিজে সিনেমায় খুব কমন ফেস।  

.

গল্প হলেও সত্যি 

বুকের ভিতর ধেয়ে আসা লাথিটা ঠিক মনের মতো মাপে 

চলন্তিকা মিশে গেছে। 

প্ররোচিত ঈশ্বর যখন মেনে  নিচ্ছেন লিলিথের সমুদ্র কেনার রতি

তখন 

বুকের পাঁজরে জন্মাচ্ছে কালিদাসের অন্য ইতিহাস। 

 দণ্ডিত সংবিধানে বন্ধের আদলে 

বেয়াদব সভ্যতায় সত্যিগুলো বড় ভয়ঙ্কর একলা ঘরের কোনে ।

আসলে সময় 

এইসময়  বাড়িয়ে  দিচ্ছে রাগ

তাই মন্ত্র ভাঙছে 

আর সময়ের যন্তরমন্তরে প্রতিটা স্বপ্ন 

তোমার মতো বিলাসী। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...