Wednesday, August 12, 2020

তাজমহল



 তাজমহল 

.... ঋষি

.

ভালো লাগছে না 

আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি জলের তলায় 

চোখের তলায় ,

কোনো গভীর খননে বুকের পাঁজরে অদ্ভুত নাকাবন্দী 

সারা শহর বন্ধ আজ ,

সারা সময় স্থির হয়ে থেকে গেছে  তোমার  মুখের হাসিতে। 

.

আমি রৌদ্র কুঁড়িয়েছি চিরকাল 

কুঁড়িয়েছি স্মৃতি পাতায় পাতায় লেগে থাকা অজস্র কালো দাগ ,

কখনো সময়ের মতো নিজেকে ভাবিনি 

কখনো সময়ের শরীরে নিজেকে সাজায় নি বাদশাহ জাহাঙ্গীরের মতো ,

শুধু দাগ টেনেছি মাটিতে 

শুধু গড়েছি তাজমহল হাজারো কবিতার পাতায়। 

.

ইদানিং তোমায় দেখলে হিংসে হয় জীবন 

ইদানিং তোমায় ভাবলে পরে দমবন্ধ হয়ে আসে সময়ের স্রোতে ,

চারপাশ হঠাৎ শুনশান 

নিজের বুকের ভিতর নিজের মৃতদেহের মুখে মুখাগ্নি করি,

হঠাৎ মনে মনে বলি 

শ্মশানে চণ্ডালের মন্ত্র  । 

জানো তো আমারও আজকাল ফিরে আসতে ইচ্ছে হয় 

জানো তো আমারও আজকাল  ভালোবাসতে ইচ্ছে হয় 

বুকের পাথরের কঙ্কালে পেরেক ঠুঁকে বলতে ইচ্ছে হয় 

ভালো আছি 

খুব ভালো। 

ঠিক তখনি সারা শহর থেমে যায় 

সমস্ত সভ্যতার গতিতে লেগে যায় চাকা জ্যাম 

আমি দেখি সময়ের জানলায় মুখ বাড়িয়ে তোমার মুখ। 

তুমি হাসছো ,

আমি  ছুঁতে চাই 

তোমার দিকে হাত বাড়াই

আর বিশ্বাস করো সেই মুহূর্তে আমি বদলাই

পাথর ভেঙে নিজের বুকের ভিতর তৈরী করি এক তাজমহল । 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...