Thursday, August 27, 2020

আদরের ডানা



আদরের ডানা 
... ঋষি
.
আমরা কে কি ভেঙেছি সত্যি খবর রাখি নি কোনদিন 
সত্যি কি সব ভাঙা যায়? 
বুকের পাথরবাটি, খেলনা বাটি, পুতুলদের অধিকার। 
দেখছি মুহুর্তগুলো ক্রমশ অভিমানী
গুঁড়ো গুঁড়ো কাঁচ  
উদাস বসে আছে বাউল,এক আকাশ মেঘ, তারপর বৃষ্টি,
ভাঙছি দুঃখ রোজ এক আকাশ শহরে
ভাঙছি এক হাঁটু জল একার আদরে
তবু ভাঙতে পারছি কই অভিমান ওই রাতজাগা চোখে। 
.
সত্যি কি সব ভাঙা যায়? 
ছল ছল চোখগুলো একলা দাঁড়িয়ে রোজ বৃষ্টিতে ভিজে যায়, 
ভিজে যায় তোর লম্বা ছায়া রোজ আমার বুকে বৃষ্টি ভিজে
এইভাবে কি একলা থাকা যায় এত বড় শহরে ? 
জলের বুকে দুঃখ দেখেছি, 
সে যে ছোট লাগে তোর ছায়ার কাছে
কাঁচের ওপাড়ে তুই শহর ভেজে একলা বৃষ্টিতে। 
.
দুঃখ পাথর নয়
হয়তো তার চেয়েও কঠিন কিছু। 
আকাশের জ্যোৎস্নার ছায়া এসে পড়ে এই বুকে 
জানি টুকরো তখন তোমার হৃদয়ের ভাঁজ , 
ছায়া এক কাঁচ 
আগুনের বুকে জিভ রেখে দেখি
কবিতাগুলো শব্দের ছাড়িয়ে  বলতে চাইছে বেশি। 
ভালোবাসি তাই
আমিও হারাই, তোর বুকে পাখি
তোর বুকে ঘর
সময়ের আদর,আদরের ডানা।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...