নিয়মমাফিক
...... ঋষি
.
প্রতিদিন রাত্রি আসে
কালো জিরের মতো ভাবনারা জীবনের কড়াইতে ছ্যাক করে ওঠে,
তোমার রান্নাঘরে ভাতের মাড় গড়িয়ে পড়ে
টুংটাং সময়ের শব্দ,
সাদা ভাতের গন্ধ মানুষেকে নিয়ম করে সামাজিক করে
করে তোলে সভ্য নিয়মমাফিক।
.
তবুও মশারীর ভিতর রাত্রির সিলিং এ তারারা থাকে
তবুও পুরনো সিলিং ফেনে জীবন বাঁচে,
অনবদ্য নিয়মের মতো সময়ের জন্মলগ্ন থেকে
কিছু ইতিহাস একা থেকে যায়,
পুরনো জং ধরা সময়ের চিঠি গুলো একলা থেকে যায়
থেকে যায় সমাজ আর সময়ের মাঝে তফাৎ একটা
একলা রাত্রি।
.
প্রতিদিন রাত্রি আসে
তুমি শুয়ে থাকো হিসেবের চাদরে শুধুই নিয়মের ঘোরে,
আমিও চলন্তিকা
আকাশের মাঝে শোয়ার আছিলায় সমাজ মানি,
আসলে হিসেবগুলো আমাদের থেকে মজবুত কিছু
নিয়মগুলো জন্মের থেকে শেখা কিছু।
ঘরের ভিতর ঘর
তারপর নিজেদের কবরে শুয়ে আছে আগামীর জাতিস্মর।
তবুও জানো সবকিছু ব্রাত্য মনে হয়
কয়েকটা মুহুর্তের কাছে,
তবুও জানো কিছু ছবির সময়ের এলব্যামে নিজের থেকে যায়
থেকে যায় একলা মুহুর্তের বেঁচে থাকা
তোমার গভীরে।
তোমার সিঁদুরে সমাজ বাঁচুক চিরকাল নিয়মের শিকল হয়ে
তবুও আমি বাঁচবো তোমার কাছে
শুধু তোমার আমি হয়ে।
No comments:
Post a Comment