Thursday, August 27, 2020

এতগুলো বছর



এতগুলো বছর 
... ঋষি
জংলা জমি, অনেক দিনের শেওলা জমা , 
মাথার উপর বাঁশবাগান পেড়িয়ে এসে দাঁড়ালাম দীঘিটার সামনে, 
জলের অনেক নীচে মাছ 
হঠাৎ জল ছুঁতে ইচ্ছে হলো,জলের গভীরে হাত
মাথার ভিতর মৃত এতগুলো বছর। 
.
বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম
ইচ্ছে মতো মেখে নিলাম সারা শরীরে  ধুলো 
ডাকলাম মা বলে 
বেড়িয়ে এলো একজন রোগা, আধ পোড়া শরীর, খুবলোনা চোখ,
চমকে পালালাম 
আসলে পালানোই মানুষের স্বভাব। 
.
দৌড়ে আবার বাঁশ বাগানে
ডালে আটকে একটা লাল ওড়না 
স্মৃতি।  
 দীঘির ঘাটে
চেনা জলে সিঁড়ির উপর বসে তোর মতো কেউ চলন্তিকা,
পা দোলাচ্ছে 
ইচ্ছে জল , ছুঁয়ে দিতে ইচ্ছে হলো,
তুই তাকালি ফিরে সেই আগের মতো, ছুটে এলি
বললি কোথায় ছিলিস রে এতদিন, 
আমি অবাক হয়ে দেখছিলাম সবকিছু আগের মতো
শুধু আজকাল ঘুমের মধ্যে আঁতকে ওঠা ছাড়া। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...