Sunday, August 16, 2020

সতীচ্ছেদ

 

সতীচ্ছেদ

... ঋষি 

.

পার্ক সার্কাস থেকে চৌরঙ্গী পায়ে হেঁটে যাবো 

না এমন হয় না ,

স্ট্যান্ডার আর মানুষের মাঝখানে এক বিশাল তফাৎ হলো 

মানুষ যে কোনোদিন বন মানুষ ছিল 

ছিল ন্যাংটো 

শালারা ভুলে গেছে। 

.

মশাই গুরুচন্ডালিকা দোষ 

কথায় কথায় দেশ হাঁতড়ানো ,বাসের ভিড়ে মাই হাঁতড়ানো 

মানুষের স্বভাব ,

আর মহিলারা আপনাদের আর কি বলবো 

বিবাহিত হয়েও পীড়িত আঁকড়ে থাকে আপনাদের ফোনের কোনের  ঘরে 

হাই ,হ্যালো শুনছো 

আজ শরীরটা না বড় ম্যাজম্যাজ করছে। 

.

মানুষ দেখাটা একটা আর্ট 

এই দেখুননা আমার পাশের বাড়ির স্বাতীদি  সেদিন চাঁদের রাতে 

খোলা ছাদে 

ইশ। 

আরে মশাই ইশ বলাটাও একটা আর্ট বুঝলেন 

এই যে এখন আপনি দিনের পর দিন ধরে রোজ মরছেন 

কখনো ধর্ম হয়ে 

কখনো হনহন করে ধর্ম হয়ে যাচ্ছে ষাঁড়, 

 অবাক ব্যাপার হলো ষাঁড়ের হিসুতেও আজকাল মাতব্বরি জমে  । 

মানুষের ব্যাভিচার বাকি, 

পুরোহিত বোঝে না ধর্মের কাছে মানুষ হওয়া বাকি। 

শুধু গায়ের গন্ধে সেন্ট ঘষে 

বিছানায় অবলা নারীকে মাগি ভেবে 

আরে আপনারাও নিজেদের প্লিজ কমপ্লিট  সতী ভাববেন না। 

বিশ্বাস করতে শিখুন মানুষ এখনো বনমানুষ আছে 

যৌনতাও আজ জানোয়ারের পর্যায় 

প্লিজ লজ্জা পাবেন না 

বিশ্বাস করুন সভ্যতা শুধু একটা সাজানো সতীচ্ছেদ পর্দা। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...