Friday, August 21, 2020

সোজাসুজি



সোজাসুজি
... ঋষি
তোমাকে ভালোবাসি, লিখতে পারি না
সো
জা
সু 
জি
তোমাকে বলে দেওয়া ভালো, 
ভালোবাসা মুলত জাপটে ধরি এমনটা নয়, 
ভালোবাসা কখনই গনিকার ঘরে পচা মাংস নয়, রুটি নয় 
ভালোবাসা মুলত রাতজাগা তোমায় ছাড়া। 
.
ভালোবাসা একটা বাগান 
অনেকগুলো ফুল রোজ ফোটে, ঝরে যায় আরো অনেক,  
ঝুঁকতে থাকি রোজ তোমার পবিত্র যোনির ভিতরে
শুনতে পাই চিৎকার, নবজন্মের। 
শহরের বুকে চাষ হচ্ছে আত্মহত্যার নোনতা হারমোনিয়াম
তবুও তোমার বালিকাবেলায় শুয়ে আছে পুরুষ 
একলব্যের চাহুনিতে। 
.
তোমাকে ভালোবাসি, লিখতে পারি নি,
আত্মহত্যার অধিকার
শহরের মৃত্যুমিছিলে আজকাল ভয় রিয়াক্ট করে গভীর ডিপ্রেশনে। 
সো
জা
সু 
জি
তোমাকে বলে দেওয়া ভালো, 
আমার প্রেমিকা জন্ম দিয়েছে আমাকে যেখানে সময়ের জন্ম
ঠিক একই সময়  দরজা খুলে এক ন্যাংটা বালক আমাকে বলছে
আমিই সেই 
চিনতে পারছিস 
শুধু আশ্রয় বদলাচ্ছে রোজ এই শহরে। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...