Thursday, August 6, 2020

গাছেদের সংসার

গাছেদের সংসার 
... ঋষি 
.
অনবরত স্খলন 
ফেরা পাখি আকাশের দরজা খুলে দেখে 
গাছেদের সংসার ,
দাঁড়িপাল্লায় চাপানো অনবরত ঘন নিঃশ্বাসে জড়িয়ে ধরা পুরুষ। 
নিঃস্ব একা আকাশে চাপ চাপ রক্ত 
তোর গলায় কোনো একদিন সময় করে জীবন শুনতে চাই চলন্তিকা। 
.
হিসেবের বাইরে 
বিছানার বাইরে পা রেখে আকাশ ছুঁতে চাই ,
কেমন একটা অবাস্তব 
ভালোবাসো এমনি মানুষের বুকে পাখির ঠোঁটে ঘরকুঁটো ,
গরম ব্রাউনিতে ঠোঁট রাখা স্বাদ 
কোনো একবার এই জীবনে সত্যিকারে তোকে ছুঁতে চাই। 
.
অনবরত মেঘলা আকাশ 
জানি মনখারাপ হলে চলন্তিকা তোর গলার স্বরে অনবরত ভিজে ভাব ,
নরম বালি 
আঙ্গুল দিয়ে লেখা যায় না আকাশ। 
মুছে যায় 
ধুলো ওড়ে 
অঙ্গীকারে লেগে থাকে সামাজিক বিছানার চাদর। 
দুমড়ে মুচড়ে 
গা গুলিয়ে যায় ভাবতে 
যদি তোকে নিয়ম করে প্রেম আর সময় একসাথে স্পর্শ করে। 
গাছদের স্খলন হয় না 
শুধু অঙ্কুরোদ্গম 
ভাবা যায় একটা গোটা অরণ্য সৃষ্টি হয় তাতে 
অথচ 
মানুষের ঘরে জন্ম নিতেও নিয়ম লাগে। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...