Sunday, November 1, 2020

ঝগড়া বাড়ি

 

ঝগড়া বাড়ি 

... ঋষি 

.

বন্ধ ঘড়ি 

অনবরত বেড়ে চলা ঝগড়া নিজের বাড়ি 

অনবরত ঘড়ির কাঁটা দেওয়াল ধরে টিকটিক একলা রাতে ,

বাড়তে থাকা ঘুম 

ঘুমিয়ে থাকে যখন জীবন দরিদ্র বিছানায় 

অনবরত সময় খুঁড়ে চলে। 

.

সব সত্যি মিথ্যা হয়ে যায় 

সব মিথ্যা সত্যি যখন

তখন পূর্ণিমার চাঁদ ,আকাশের সূর্য সব দরজার বাইরে দাঁড়িয়ে নিজের মতো। 

ঘরের ভিতর ঝগড়া তখন 

মাথা খোঁটা বিপ্লব গরম বুলেটের জিভের ডগায় নোনতা স্বাদে 

সময়কে বোঝানো যায় না 

শুধু জিভ পুড়ে যায় আকাশের চাঁদে। 

.

পেছনের ছায়াতে প্রজাপতি রোদ

লিপস্টিক কোলাহল আসন্ন  শীতকাল  গরম ওম ডেকে  আনছে।

বেড়িয়ে আসছে স্বভাব মানুষের 

বেরিয়ে আসবে  শীতের সোয়েটার আগামী দিনে ,

জানি তাতে গল্প থাকবে না 

তবুও গল্প তাতে অল্প থাকবে না 

থাকবে আকাশের রোদে লুকিয়ে থাকা শব্দের অছিলায় আমার তুমি।   

বন্ধ ঘড়ি 

অনবরত বেড়ে চলা ঝগড়া নিজের বাড়ি ,

অনবরত চিৎকার নিজের বুকের ভিতর ,ঘরের ভিতর 

বাড়তে থাকা জল 

বাড়তে থাকা ঘড়ির শব্দ ,আকাশের চাঁদ 

সব মিথ্যা তখন। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...