ভালো লে
তোমাদের পুজো
... ঋষি
...
বিনম্র সভ্যতায়
মাগীটা একলা দাঁড়িয়ে দরজার বাইরে ,
সভ্যতার বাইরে ,সময়ের বাইরে ,একলা রাস্তায়
ন্যাংটো ভঙ্গিমায়।
বস্তুত মেয়েদের প্রয়োজন ফুরিয়ে গেলে
মেয়েরা মাগী হয়ে যায়,
বস্তুত মেয়েদের দর্শন ফুরিয়ে গেলে
এই সভ্যতার সকল দার্শনিক সময় হঠাৎ পুরুষ হয়ে যায়।
.
এই কবিতায় আমি দাঁড়িয়ে চলন্তিকা তোমার পাশে
ছায়ার মতো কিছু তথ্যচিত্র চোখের ফুলতলায় ,
নারী তোমাকে পুজো করি
ততক্ষন
যতক্ষণ তুমি মণ্ডপে থাকো।
বাকি সময় শুধু পুষে রাখি সময়ের ব্যবহার্যে হাজারো রূপে
ছোট থেকে তোমাকে লালিত করি
কারণ সময় জানে তোমাদের লালন পরবর্তী ফুলের জন্মস্থান।
.
কার পুজো ?
কিসের পুজো ?
সমাজের পুজো শব্দের দত্তক আসলে তোমাদের পরিচর্যা
কারণে
শুধু কারণে
শুধু প্রার্থনায়।
এই যে শায়িত শিব তোমার পায়ের তলায়
সেটাও একটা প্রয়োজন ,
কারণ সময় জানে তোমাকে হত্যা করে সময় যুগে যুগে শুধু মায়ার অছিলায়।
আর তারপর
তোমার নগ্ন শরীরটা দাঁড়করিয়ে দেয় রাস্তার পাশে ,গাছতলায় ,
প্রয়োজন ফুরিয়ে যায় চলন্তিকা
তবু চক্ষুলজ্জায় সময় বলে বিসর্জন।
কিন্তু কাঠামো যে বেঁচে থাকে
বেঁচে থাকে তোমাদের কথা সময়ের গভীরে নিলজ্জ ভূমিকায়
তবুও প্রয়োজন ,
প্রতিটা উৎসবের অছিলায় সময়ের প্রয়োজনে
তোমাদের পুজো।
No comments:
Post a Comment