Saturday, November 21, 2020

 ভাষা সমুদ্রে ভেসে চলেছি 

শব্দদের নিশান তোলা অহরহ মৃদুমন্দ বাতাস ,

শব্দ দিয়ে তৈরী পৃথিবীর পতাকা। 

 বারান্দা দিয়ে দেখা একলা ছাদে শুকোতে দেওয়া পোশাক 

মানুষের আবরণ থেকে আভরণ জরুরী 

সম্পর্কের শব্দগুলো নিরিবিলিতে শব্দের মতো ক্ষনিকের। 

.

আমি সমুদ্র চিনেছি 

চিনি নি  অনু ছুঁয়ে পরমাণুতে বাস করা ঈশ্বর ,

শব্দদের আস্ফালন  থেকে উঠে আসা অনবদ্য টুকরোগুলো 

এই জীবনে ভালো থাকা বলে চিনেছি 

অথচ এখনো জানা হলো না ভালো তাকে কাকে বলে 

বরং শব্দদের আকার ইঙ্গিতে হৃদপিণ্ডের ধুঁকপুঁকগুলো সাবলীল খুব 

বেঁচে থাকায়। 

.

ভাষা সমুদ্রে  ভেসে চলেছি 

হাজারো ভাষা  আর তার থেকে বেশি  শব্দ মানুষের সময়ে 

মানুষের সমাজে 

অনবরত বুঝিয়ে দিচ্ছে বোঝাপড়া ,

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...