Saturday, November 21, 2020

 ভাষা সমুদ্রে ভেসে চলেছি 

শব্দদের নিশান তোলা অহরহ মৃদুমন্দ বাতাস ,

শব্দ দিয়ে তৈরী পৃথিবীর পতাকা। 

 বারান্দা দিয়ে দেখা একলা ছাদে শুকোতে দেওয়া পোশাক 

মানুষের আবরণ থেকে আভরণ জরুরী 

সম্পর্কের শব্দগুলো নিরিবিলিতে শব্দের মতো ক্ষনিকের। 

.

আমি সমুদ্র চিনেছি 

চিনি নি  অনু ছুঁয়ে পরমাণুতে বাস করা ঈশ্বর ,

শব্দদের আস্ফালন  থেকে উঠে আসা অনবদ্য টুকরোগুলো 

এই জীবনে ভালো থাকা বলে চিনেছি 

অথচ এখনো জানা হলো না ভালো তাকে কাকে বলে 

বরং শব্দদের আকার ইঙ্গিতে হৃদপিণ্ডের ধুঁকপুঁকগুলো সাবলীল খুব 

বেঁচে থাকায়। 

.

ভাষা সমুদ্রে  ভেসে চলেছি 

হাজারো ভাষা  আর তার থেকে বেশি  শব্দ মানুষের সময়ে 

মানুষের সমাজে 

অনবরত বুঝিয়ে দিচ্ছে বোঝাপড়া ,

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...