Tuesday, November 24, 2020

উপস্থিতি

 উপস্থিতি 

... ঋষি 


লুকোচুরি খেলা শেষ

পিলসুজের কালি মাখা ওম ,অনবরত তৈল দ্রোহ 

সব শেষ 

কেমন আছো চলন্তিকা ?

আজানের সকাল ,সময়ের বিকেল ,অন্ধকারে রাত্রি 

কেমন আছো খুব জানতে ইচ্ছে হয় 

উপস্থিতি। 

.

সময় জুড়ে  তৃতীয় বিশ্বের বিলাপ

শেষ কয়েকমাস আমাদের কেটেই গেলো ঘোরের মতো ,

কি বোলো চলন্তিকা ,

শীত চাদরে সহস্র শতাব্দীর অপেক্ষা আর

শীৎকারে ভেঙ্গে এগিয়ে যাওয়া ক্রমাগত তোমার দিকে 

উইকিপিডিয়া ...

জানি, পিছনের পথ তোমার সবই মনে আছে 

আছে মনে সেই লোকটাকে। 

.

যেমন করে মনে আছে সিড়ি ভাঙ্গা অঙ্ক

জানালায় সমুদ্র আসেনি কখনও হয়তো বাষ্পের মতো মেঘ ,

জানি সেই লোকটাকে তোমার মনে আছে 

যেমন মনে আছে পুরুষ শুধু নির্ভরশীল চেটে খাওয়া ক্লীবলিঙ্গ। 

কেমন আছো চলন্তিকা ?

রক্তকরবি পোড়ায় রাজার ঘর,

মিছিলে এসো আরেকবার

আরেকবার শ্মশানে চোখ রাখো , 

মশালে রাখো চোখ

দেখো কি ভীষণ অন্ধকারেও জ্বলে আলো। 

কিছু ভিজে যাওয়ারা অসুখ জানি মানেনা সময়ের বাঁধ 

কয়েক ফোঁটা অভিমান শহরের ধুলোতে 

আদুরে রুমাল হয়ে যায় এক জীবন কাটানো যায় না 

তাই না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...