Wednesday, November 11, 2020

বৃষ্টি হবো বলে



 বৃষ্টি হবো বলে  

... ঋষি 

.

হঠাৎ লিখতে ইচ্ছে হয় না কারো 

বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাবো ,

হঠাৎ দক্ষিণ কোন মেঘ জমে 

কেউ খোঁজে না মনের কোনের পাগলিটাকে ,

যার সাথে শুধু সাক্ষাতে নয় 

ধুলোবালি আর দ এর জীবন কাটাবো। 

.

হঠাৎ মেঘ কলমের গায়ে জমে না বৃষ্টি 

কোনো মেয়ে হঠাৎ পা ছুঁয়ে দেয় না কবিতার মনখারাপ 

হঠাৎ গায়ে দুর্গন্ধ নিয়ে কবিতা দাঁড়ায় না রাস্তায় 

হঠাৎ কেউ জিজ্ঞেস করে কি 

এই জীবন নিয়ে তুমি কি করেছো ?

তুমি অক্লেশে বলতে পারো 

" একদিন বমি করেছিলাম, একদিন ঢোঁক

গিলেছিলাম, একদিন আমি ছোঁয়া মাত্র জল। "

.

হঠাৎ কোনো কিছুই হয় না 

এই যে হঠাৎ আমি কবিতার লোকটাকে সাদা কালো দাঁড়িতে দেখছি 

হয়তো প্রণাম ঠুকছি অগ্রজর সম্মানে। 

সংকোচে আমিও কি জানাতে চাইছি 

"একবার মুগ্ধ হতে চাই

তাকিয়েছি দূর থেকে। এতদিন প্রকাশ্যে বলিনি।"

হঠাৎ সত্যি লিখতে ইচ্ছে করে না কারো 

তবুও কেউ কেউ লিখে ফেলে 

"অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে

হৃদি ভেসে গেল অলকানন্দা জলে। "

তবুও কেউ কেউ লিখে ফেলে সত্যিটা

 "কী বুঝেছে সে-মেয়েটি ?

সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক।"

তাই আমিও আঁকি বুঁকি আজকাল ,আমার ও লিখতে ইচ্ছে করে 

‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’

বিনা চেষ্টায় মরে যাব একেবারে। 

যদি জন্মাই আবার 

সেই মেঘের কলম ছুঁয়ে মেঘবালিকার  অন্তরে অন্তত একবার 

তোমার মতো বৃষ্টি হবো বলে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...