Monday, November 23, 2020

ফুড়ুৎ

 



ফুড়ুৎ 

............. ঋষি 

.

তার উদ্ধত ভঙ্গিমা ,অনিশ্চিত অন্ধকারে মুখ , 

পশ্চিমের রোদ তার বারান্দায় কাটাকুটি সাম্রাজ্যের ভিড় , 

অনবদ্য  কপাল জুড়ে অবাধ্য চুলের রাজত্ব,

চোখের তীব্র গভীরতায় নির্জন একাকিত্ব 

স্বপ্নে, বাস্তবে খুন করে চলে আমাকে 

অবিরত

অনবরত 

সাম্রাজ্যের ভঙ্গিমায় দাঁড়ানো স্বপ্নরা শুধু যন্ত্রনায়। 

.

তার চিবুকের উদাসীন হাসি

সময়ের  আকাশে আবিরের আবেশ ছড়িয়ে পরে অসময়ের রাজত্বে 

হঠাৎ ভালো লাগে তাকে  .

রামধনু বিকেলে, আলতো ফুলের আদরের মত ছোঁয়ায়

জমাট আঁধারের গভীর প্রবাহ  থেকে 

আমায় নিয়ে চলে প্রজাপতির মন 

অন্য গ্যালাক্সিতে হাত ধরে দাঁড়ায় তোমার পাশে। 

.

আমার কষ্টগুলো পড়ে থাকে পিছনে ডাস্টবিনের সম্পর্কের অহমিকায় 

নিশ্ছিদ্র ঘেরাটোপে বদ্ধ হবার আগেই

নরম ভোরের পাখি হয়েই 

... ফুড়ুৎ। 

এও কি সম্ভব  ? 

তার বুকের ওমে হঠাৎ মরে যাওয়াগুলো বেঁচে ওঠে। 

এভাবেই কোনদিন চাবিটা হারিয়েছিলো ঘরেই

গভীরে কেউ বলেছিলো বেঁচে মরার থেকে একা হওয়া ভালো 

পাখির ডানায় 

এভাবেও একদিন উধাও হওয়া যাওয়া 

..... ফুড়ুৎ। 

হলো না ,কিছুতেই হলো না 

আবারো আমি কল্পনার মোড়কে হাত রেখেছি তোমার আলতা পায়ে 

শুধু যত্নে 

প্রযত্নে তোমায় নিয়ে উড়ে যাবো বলে। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...