অহল্যা
... ঋষি
.
তোমার সাথে একসাথে থাকতে গিয়ে কেটে গেলো ৩৮০০ বছর
তোমার কাছে
তোমার গভীরে যেতে কেটে গেছে আরো ৫০০ ,
গভীর সঙ্গমে তোমার সাথে জীবন যাপন নিয়ে কথা হলো
বেড়ে গেলো বয়স
বেড়ে গেলো বৃত্তান্ত
সবুজ স্তনের গল্পগুলো সব পাথর হয়ে গেলো।
.
সমস্ত সঙ্গমের পরে মানুষের খুলে যায় শৈশবের বয়স
শৈশবের সেই প্রাইমারি স্কুলের গল্প
গরম ভাতের গল্প
দুধের পায়েস আর আরবি ঘোড়ার গল্প ,
জানি আগামী ৫০০০ হাজার পর আমাদের গল্পগুলো শৈশবের হবে
কারণ বার্ধক্য আর শৈশবের মাঝে একটা ভীষণ মিল
সেটা হলো নির্ভরশীলতা।
.
তোমার সাথে একসাথে থাকতে কেটে গেলো ৩৮০০ বছর
অথচ তুমি কেন জানি ভয় পাও আগামীর ১০০ কে ,
তুমি বারংবার কল্পনা ভেঙে যাচ্ছ পাথর , ভাতের মাড় চিৎকার করছে
তোমার ব্রেসিয়ার জুড়ে হিটলার বাহিনীর আনাগোনা
আসলে ভালোবাসার ভাত নেই শহরে।
.
আমার স্বপ্নে দেখা ডাকপিয়নের চিঠিতে
জ্বলছে তোমার অন্তর্বাস জোনাকির মতো ,সারি সারি শরনার্থীদের ঘর
ঝুলে পড়া স্তনে থাকতো কতগুলো পাখি,
স্তন পুড়ে গেলে বোটা থেকে নেমে আসে নিয়ম সামাজিক
আর সমাজ শব্দটা আমার কাছে ইতিহাসের মতো ,
যাকে নিয়ম করে পড়তে লাগে সভ্যতার জন্য
অথচ সমাজ মানে সভ্যতা নয়।
চিৎকার করতে করতে বেরিয়ে যাচ্ছে আরো অজস্র বছর
তোমার আমার চোয়াল শুধু নিয়ে সামাজিক পুঁথি ,
তোমার অন্তর্বাস থেকে শোনা যাচ্ছে মানুষকে খুন করার ইতিহাস
অথচ মাস্টার মশাইয়ের মতো সাবান ঘষছি
ইতিহাস সাক্ষী
পাথরের ভালোবাসাও অহল্যা হয়ে থাকে এই সমাজে ।
No comments:
Post a Comment